• নরসিংদী
  • শনিবার, ৭ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ; ২১ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  শনিবার, ৭ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ;   ২১ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
website logo

শিবপুরে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: বুধবার, ০৯ নভেম্বর, ২০২২ খ্রিস্টাব্দ, ০৯:১১ পিএম
শিবপুরে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন
প্রতিকী ছবি

নিজস্ব প্রতিনিধি: নরসিংদীর শিবপুরে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন হয়েছেন।নিহতের নাম সিরাজ খন্দকার (৫০)। বুধবার (৯ নভেম্বর) সকাল ১০ টার দিকে মাছিমপুর ইউনিয়নের মিয়ারগাঁও পশ্চিমপাড়া গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

স্বামীকে বাঁচাতে গিয়ে তার স্ত্রীও আহত হন। স্ত্রী মোসলেমা (৪০) গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

নিহত সিরাজ খন্দকার উপজেলার মিয়ারগাঁও পশ্চিমপাড়া গ্রামের মৃত আফসার উদ্দিন খন্দকারের ছেলে। শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহউদ্দিন মিয়া এ হত্যাকাণ্ডের ঘটনা  নিশ্চিত করেছেন।

পুলিশ ও এলাকাবাসী জানান, সিরাজ খন্দকাররা ছয় ভাই। পিতা আফসার উদ্দিন খন্দকার তার অন্যান্য ছেলেদের চেয়ে দুই গন্ডা জমি বেশী দিয়ে গেছেন সিরাজ খন্দকারকে। এই জেরে দীর্ঘদিন ধরে ইব্রাহিম খন্দকার ও সিরাজ খন্দকার পাল্টাপাল্টি মারামারি, ভয়ভীতি, হুমকি ধমকি দিয়ে আসছিলেন। এতে সিরাজ খন্দকার থানায় ও আদালতে ভাইদের আসামি করে একাধিক  মামলা করেন। এতে ভাইয়েরা তার প্রতি আরও ক্ষিপ্ত হয়ে ওঠে । এ নিয়ে এলাকায় স্থানীয়ভাবে একাধিক সালিশ বৈঠক হলেও তাদের বিরোধ মীমাংসা হয়নি ।

বুধবার সকালে পুনরায় ইব্রাহিম খন্দকার তার নামে আদালত থেকে মামলার নোটিশ পেলে আবারও ক্ষিপ্ত হয়। পরে ইব্রাহীম খন্দকার, তার স্ত্রী ও ছেলে মেয়ে নিয়ে ছোট ভাই সিরাজ খন্দকারের মুরগির ফার্মের ভিতরে প্রবেশ করে অতর্কিত হামলা চালায়।

এসময় তাকে দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে এলোপাথাড়ি মারপিট করে গুরুতর আহত করে। সিরাজ খন্দকারের ডাক চিৎকারে আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে শিবপুর উপজেলা হাসপাতালে নিয়ে যায়। অবস্থা গুরুতর দেখে হাসপাতাল কর্তৃপক্ষ তাকে  নরসিংদী সদর হাসপাতাল পাঠায়। নরসিংদী সদর হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক সিরাজ খন্দকারকে মৃত ঘোষণা করেন । 

শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহউদ্দিন মিয়া জানান, 'খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। হত্যাকাণ্ডটি জমি সংক্রান্ত বিরোধ নিয়ে ঘটেছে। এ ব্যাপারে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।' 

নরসিংদীর খবর বিভাগের জনপ্রিয় সংবাদ