হলধর দাস: আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস-২০২২ উদযাপনের লক্ষ্যে এক প্রস্তুতি সভা রোববার (৪ ডিসেম্বর) সকালে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসন ও দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা-গাজীপুর এর সমন্বয়ে আয়োজিত এ প্রস্তুতি সভায় জেলা প্রশাসক আবু নইম মোহাম্মদ মারুফ খান এর পক্ষে সভাপতিত্ব করেন নরসিংদীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মোস্তফা মনোয়ার ।
সভায় বক্তব্য রাখেন দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা-গাজীপুর এর উপ-পরিচালক মো. মোজাহের আলী সরদার, দুদকের উপসহকারী পরিচালক আহ্মেদ আশ্রাফ চৌধুরী, নরসিংদী জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রফেসর মোহাম্মদ আলী।
জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক বশিরুল ইসলাম বশির এর সঞ্চালনায় অনুষ্ঠিত প্রস্তুতি সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য হলধর দাস, কাজী আনোয়ার কামাল, মোস্তাক আহমেদ ভূঞা, মনজিল-এ-মিল্লাত, মোখলেছুর রহমান রানা, শিবপুরের সভাপতি নুরুদ্দিন মোহাম্মদ আলমগীর, বেলাব উপজেলা কমিটির সদস্য রাবেয়া খাতুন শান্তি প্রমুখ।
সভায় সর্বসম্মতিক্রমে আগামী ৯ ডিসেম্বর আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালনের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়।