হলধর দাস: বহুল আলোচিত ও সমালোচিত ব্যক্তি ঢাকা কেন্দ্রিয় কারাগারে দীর্ঘ সময় দায়িত্ব পালনকারী জল্লাদ নরসিংদীর শাহজাহান ভূঁইয়া (৭৫) মৃত্যুবরণ করেছেন। সোমবার(২৪ জুন,২০২৪) ভোর সাড়ে পাঁচটায় তিনি ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন।
তিনি নরসিংদীর পলাশ উপজেলার গজারিয়া ইউনিয়নের ইছাখালী গ্রামের হাছেন আলীর ছেলে। তার লাশ ঢাকা থেকে আনার পর নরসিংদীর বাড়ীতেই দাফন করার কথা। ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও জোনের শের-এ-বাংলা নগর থানার উপ-পরিদর্শক মশিউর আজম জানান, সাভারের হেমায়েতপুরের জাদুরচর এলাকায় একটি ভাড়া বাসায় থাকতেন শাহজাহান।
রোববার রাত সাড়ে ৩টার দিকে বুকে ব্যথা শুরু হলে তাকে ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোর ৫টা ৩০ মিনিটে তার মৃত্যু হয়। হাসপাতাল থেকে মরদেহ গ্রহণ করেন শাহজাহানের বোন ফিরোজা বেগম।
আইনী প্রক্রিয়া শেষে তার গ্রামের বাড়ী নরসিংদীর পলাশ উপজেলার ইছাখালী গ্রামে দাফন করা হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।