স্টাফ রিপোর্টার: নরসিংদীর রায়পুরায় ঢাকা-সিলেট মহাসড়কে মালবাহী কাভার্ডভ্যান, পিকাপ ও লেগুনার ত্রিমুখী সংঘর্ষে ১ জন চালক নিহত হয়েছে। এঘটনায় আহত হয়েছে পিকাপের চালকের সহকারী। শুক্রবার (২৮ জুন) দুপুর দেড়টার দিকে ঢাকা সিলেট মহাসড়কের উপজেলার মাহমুদাবাদের নামাপাড়া এলাকায় এ দূর্ঘটনা ঘটে। ঘটনার পর থেকে মহাসড়কের উভয় পাশে কয়েক কিলোমিটার জুড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। প্রায় দেড় ঘন্টা পর বেলা ৩ টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।
নিহত মো. বাচ্চু মিয়া (৩০) ব্রাহ্মণ বাড়িয়া জেলার কসবা উপজেলার নয়নপুর গ্রামের বাসিন্দা। তিনি পিকাপের চালক ছিলেন। আহত ফয়সাল(২৩) কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার মুদ্রম এলাকার করিম মিয়ার ছেলে। সে পিকাপের চালকের সহকারী ছিলেন।
ভৈরব হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা মাল বোঝায় কুরিয়ার সার্ভিসেস একটি কাভার্ডভ্যান মহাসড়কের মাহমুদাবাদ নামাপাড়া এলাকায় পৌঁছলে বিপরীত দিক ভৈরব থেকে ছেড়ে আসা একটি মালবাহী পিকাপের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় দুটি গাড়ির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই পিকাপের চালাক ভেতরে চাপা পড়ে ঘটনাস্থলে নিহত হন। এ সময় পিছনে থাকা যাত্রীবাহী এলাকার লেগুনা কাভার্ড ভ্যানের পেছনে ধাক্কা দেয়। এতে লেগুনার সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়। ঘটনার পর থেকে কাভার্ডভ্যান ও লেগুনার চালক পালিয়ে যায়। গুরুতর আহত পিকাপের চালকের সহকারীকে পুলিশ উদ্ধার করে স্থানীয় ভৈরব হাসপাতালে পাঠানো হয়। পরে খবর পেয়ে ভৈরব হাইওয়ে পুলিশ ও ভৈরব ফায়ারসার্ভিস কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে দীর্ঘ দেড় ঘণ্টার চেষ্টায় দুমড়ে মুচড়ে যাওয়া ট্রাকের ভেতর চাপা পরে আটকা পড়া নিহত চালককে মৃত অবস্থায় উদ্ধার করে ভৈরব হাইওয়ে থানার নিয়ে আসা হয়েছে। দুমড়ে মুচড়ে যায় ট্রাক দুটো উদ্ধার করে ভৈরব হাইওয়ে থানার জব্দকরে নিয়ে আসে পুলিশ।
ভৈরব ফায়ার সার্ভিসের লিডার মো রাশেদ বলেন, বেলা ১টা ৪০ মিনিটে খবর পেয়ে ঘটনাস্থলে এসে দীর্ঘ দেড় ঘন্টার চেষ্টায় চাপাপড়া নিহত চালকের মরদেহ উদ্ধার করি। মরদেহ ভৈরব হাইওয়ে পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।
ভৈরব হাইওয়ে থানার সার্জেন্ট সাকের আহমেদ বলেন, বেলা দেড়টায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে এসে দীর্ঘদিন দেড় ঘন্টার চেষ্টায় পিকাপের ভিতর চাপা পড়া চিহ্ন বিচিহ্ন চালকের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যাচ্ছি। তিনটি যানই জব্দ করে থানায় নিয়ে আসি। এ সংক্রান্ত পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।