• নরসিংদী
  • সোমবার, ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ; ২৩ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  সোমবার, ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ;   ২৩ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
website logo

প্রবীণ শিক্ষক ও ঐক্য ন্যাপ নেতার মৃত্যুতে শোক সভা


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: সোমবার, ০১ জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ০৯:৫২ এএম
প্রবীণ শিক্ষক ও ঐক্য ন্যাপ নেতার মৃত্যুতে শোক সভা

স্টাফ রিপোর্টার:ঐক্য ন্যাপ শিবপুর উপজেলার আহবায়ক নরসিংদী জেলা সম্মিলিত সামাজিক আন্দোলনের নেতা প্রবীন শিক্ষক খগেন্দ্র চন্দ্র রায়ের মৃত্যুতে নরসিংদী জেলা ঐক্য ন্যাপ কার্যালয়ে গত ২৯ জুন বিকেলে এক শোক সভা অনুষ্ঠিত হয়।

ঐক্য ন্যাপ প্রেসিডিয়াম সদস্য ঢাকা বিশ্বিবদ্যালয়ের সিনেট সদস্য বীর মুক্তিযোদ্ধা রঞ্জিত কুমার সাহার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন ঐক্য ন্যাপ নরসিংদী জেলার সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শহীদুল্লাহ খন্দকার,বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক, সম্মিলিত সামাজিক আন্দোলনের কেন্দ্রীয় নেতা রায়পুরা কলেজের সাবেক অধ্যক্ষ আমজাদ হোসেন, বীর মুক্তিযোদ্ধা মোঃ আরমান মিয়া, বীর মুক্তিযোদ্ধা সুপদ সাহা, ডা. বিজয় বনিক, বীর মুুক্তিযোদ্ধা এম ওয়াজ উদ্দিন আহমেদ, শিক্ষক নেতা রঞ্জিত দেবনাথ, ঘোড়াদিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, পিরিজকান্দী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজহারুল ইসলাম সরকার, বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম, শ্রমিক নেতা আব্দুল জাব্বার, ঐক্য ন্যাপ নেতা কালিপদ দাস, চিত্ত রঞ্জন সাহা, মোঃ নাছির উদ্দিন, গৌরাঙ্গ বর্মন, নরসিংদী প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও সম্মিলিত সামাজিক আন্দোলন, নরসিংদী জেলা শাখার সভাপতি নিবারণ রায়, কবি ও লেখক মহসিন খন্দকার, শিক্ষক ফিরোজ মিয়া, আমজাদ হোসেন, তপন কুমার আচার্য প্রমুখ। 

উল্লেখ্য, বিগত ২৬ মে প্রবীণ শিক্ষক খগেন্দ্র চন্দ্র রায় মৃত্যুবরণ করেন। তিনি ঘোড়াদিয়া উচ্চ বিদ্যালয়ের বিএসসি (গণিত) বিষয়ের শিক্ষক ছিলেন। মুক্তিযুদ্ধেও তিনি অমূল্য অবদান রেখেছিলেন। 

 

নরসিংদীর খবর বিভাগের জনপ্রিয় সংবাদ