• নরসিংদী
  • সোমবার, ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ; ২৩ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  সোমবার, ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ;   ২৩ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
website logo

পলাশে রেললাইনের পাশ থেকে উদ্ধারকৃত যুবক হত্যার শিকার


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: শনিবার, ২৯ জুন, ২০২৪ খ্রিস্টাব্দ, ০১:১০ এএম
পলাশে রেললাইনের পাশ থেকে উদ্ধারকৃত যুবক হত্যার শিকার

স্টাফ রিপোর্টার: নরসিংদীর পলাশে উপজেলার জিনারদী রেললাইনে পাশ থেকে উদ্ধার হওয়া দীপক সেন (৩৮) হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। তিনি নিহত হওয়ার এক মাস চার দিন পর এ তথ্য জানায় রেলওয়ে পুলিশ। দীপক সেন উপজেলার জিনারদী ইউনিয়নের টেঙ্গরপাড়া গ্রামের গিরিশ সেনের ছেলে।

ভৈরব রেলওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলিম হোসেনের সাথে শুক্রবার (২৮ জুন) বিকেল সাড়ে চারটা দিকে হলে তিনি  জানান, ময়নাতদন্তের রিপোর্টে ডাক্তার উল্লেখ করেছেন দীপক সেনকে হত্যা করা হয়েছে। এ অবস্থায় আমরা তার পরিবার ও স্বজনদের সাথে  কথা বলব। তারা কেউ যদি এ ঘটনায় মামলা করতে না চায় সেক্ষেত্রে পুলিশ বাদী হয়ে মামলা করবে। মামলার পর ঘটনার তদন্ত করে হত্যাকাণ্ডের সাথে জড়িতদের গ্রেফতারে কাজ করবে পুলিশ।

উল্লেখ্য, চলতি বছরের ২৫ মে সকাল ১০টায় পলাশ উপজেলার জিনারদীর ইউনিয়নের সাতটিকা এলাকার রেলওয়ের কয়েকজন কর্মচারী রেললাইনে কাজ করার সময়  এক অজ্ঞাত যুবকের মরদেহ পড়ে থাকতে দেখতে পায়। পরে তারা পুলিশে খবর দিলে নরসিংদী ও ভৈরব রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

এসময় স্থানীয়দের সাথে কথা বলে মরদেহের পরিচয় শনাক্ত করতে পারেনি। দুপুর সাড়ে ১২টায় ঘটনাস্থল থেকে মরদেহ  রেলওয়ে ফাঁড়িতে নিয়ে যায় তারা। সেখানে পিবিআই নিহতের ফিঙ্গার নিয়ে তথ্য প্রযুক্তির সাহায্যে  মরদেহের পরিচয় শনাক্ত করে তারা। ময়না তদন্ত শেষে নিহতের স্বজনদের কাছে দীপক সেনের মরদেহ বুঝিয়ে দেয়।

নরসিংদীর খবর বিভাগের জনপ্রিয় সংবাদ