স্টাফ রিপোর্টার: নরসিংদীতে সদর সাব রেজিষ্ট্রি অফিসের দলিল লেথকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ জুন) দুপুরে সদর উপজেলার মাধবদী পৌর সভা মোড়ে একটি রেষ্টুরেন্টে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। শতাধিক দলিল লেখক অংশগ্রহণে সভায় অভিলম্বে নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নরসিংদী সদর দলিল লেখক সমিতির কার্যনির্বাহী কমিটি গঠনের দাবী জানানো হয়।
এতে দলিল লেখক ফজলুল হকের সভাপতিত্বে বক্তব্য রাখেন, শাহ জাহান ভূঁইয়া, আল আমিন আপন, মোখলেসুর রহমান, আমান উল্লাহ, তাইজুল ইসলাম তাজুল, নুরুল আজম শাহিন, মো. আজিজুল হক সরকার, মাসুদুল হক ভুঁইয়া, আব্দুল জলিল, মনির হোসেন, মোস্তফা কামাল খান, কবির হোসেন প্রমুখ।
নরসিংদী সদর দলিল লেখক সমিতির সদস্যরা বলেন, বাংলাদেশ দলিল লেখক সমিতির সভাপতি দীর্ঘ ১৫ বছর ধরে নির্বাচন না দিয়ে নিজেদের পছন্দে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অন্যান্য সদস্য বাছাই করে একটি পকেট কমিটির দিয়ে সমিতির সমিতির কার্যক্রম চালিয়ে আসছে। তাই বিভিন্ন অনিয়ম রোধ কল্পে ও নির্বাচনের দাবিতে সবাই ঐক্যবদ্ধ রয়েছে।
বক্তারা আরো বলেন, ইতিপূর্বে দলিল সম্পদনে অনেক হয়রানি শিকার হতে হচ্ছে দলিল লেখকদের তা থেকে পরিত্রান করতে একটি আধুনিক ট্রেনিং দেয়া হলে দলিল সম্পাদনে শৃজনশীতা ফিরে পাবে।
সদস্যরা দাবি করেন, তারা প্রতিমাসে ৩হাজার টাকা করে সমিতির কল্যান ফান্ডে জমা দিয়ে, তা সমহারে পায় না, দুটি ঈদে বোনাস জন্য সংশিষ্টদের ধারে ধারে ঘুরে প্রাপ্ত বোনাস পাওয়া হয় না।
এছাড়া, নরসিংদী সদর উপজেলা দলিল লেখক সমিতি সদস্যরা বলেন, রাতের আধাঁরে কমিটি করে যারা লুটপাট করছে তাদের আর সুযোগ দেয়া হবে না। দ্রুত নির্বাচন দিয়ে একটি যোগ্যতা সম্পূর্ণ কমিটি উপহার দেয়ার জন্য সংশ্লিষ্টেদর প্রতি আহবান জানান তারা।