স্টাফ রিপোর্টার: নরসিংদীতে যাত্রীবাহী বাসের চাপায় মো. আলী হোসেন (৫০) নামে এক শ্রমিক নিহত হয়েছে। বুধবার (২৯ মে) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা সিলেট মহাসড়কের নরসিংদী সদর উপজেলার শীলমান্দি এলাকার হান্নান ভূঁইয়ার সিএনজি পাম্পের সামনে এই দুর্ঘটনা ঘটে।
এদিকে সড়ক দুর্ঘটনায় আলী হোসেনের মৃত্যূতে তার সহকর্মী ও আশপাশের কারখানাগুলোর বিক্ষুব্ধ শ্রমিকরা ঢাকা-সিলেট অবরোধ করে। এসময় ঢাকা-সিলেট মহাসড়কে প্রায় এক ঘন্টা যান চলাচল বন্ধ থাকে। ফলে মহাসড়কের দুইপাশে শতশত বাস, ট্রাক ও প্রাইভেটকার আটকা পড়ে।
নিহত আলী হোসেন নরসিংদীর রায়পুরা উপজেলার খাকচর গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে। তিনি মাস্টার এক্সেজসরিজ ফ্যাক্টরির শ্রমিক ছিলেন।
ইটাখোলা হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী মিতালী পরিবহনের একটি বাস ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদী সদর উপজেলার শীলমান্দি এলাকার হান্নান সিএনজি পাম্পের সামনে পৌঁছলে রাস্তা পারাপারের সময় আলী হোসেন নামে এক শ্রমিককে চাপা দিয়ে চলে যায়।
এতে ঘটনাস্থলেই আলী হোসেনের মৃত্যু হয়। এদিকে বাস চাপায় শ্রমিক নিহত হওয়ার ঘটনা আশপাশের বিভিন্ন কারখানার শ্রমিকরা মহাসড়কে নেমে আসে এবং সড়ক অবরোধ করে গতি নিয়ন্ত্রকে দাবিতে স্লোগান দিতে থাকে। পরে বিক্ষুব্ধ শ্রমিকরা বিভিন্ন যানবাহনে ভাঙচুর চালায়। সড়ক অবরোধের ফলে ঢাকা-সিলেট মহাসড়কে প্রায় এক ঘন্টা যান চলাচল বন্ধ থাকে।
এই সময় মহাসড়কের দুই পাশে শতশত বাস, ট্রাক ও প্রাইভেটকারসহ বিভিন্ন যানবাহন আটকা পড়ে। পরে ইটাখোলা হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয় মরদেহ উদ্ধার করে এবং বিক্ষুব্ধ শ্রমিকদেরকে মহাসড়ক থেকে তাদের অবরোধ তুলে নেয়ার আহ্বান জানালে তারা মহাসড়ক থেকে সরে যায়। পরে যান চলাচল স্বাভাবিক হয়।
ইটাখোলা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইলিয়াছ মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শ্রমিক দুর্ঘটনার খবরে আশপাশের বিভিন্ন কারখানা শ্রমিকরা রাস্তায় নেমে পড়ে এবং মহাসড়ক অবরোধ করে। সড়ক দুর্ঘটনা ও মহাসড়ক অবরোধের খবরে আমি ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিক্ষুব্ধ শ্রমিকদেরকে অবরোধ তুলে নেওয়ার আহবান জানাই। শ্রমিকরা সেই আহবানে সাড়া দিয়ে অবরোধ তুলে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।
ঘাতক বাসটিতে আটক করা গেলেও চালক পালিয়ে যায়। পরে নিহতের মরদেহসহ ঘাতক বাসটিকে ইটাখোলা পুলিশ ফাঁড়িতে নিয়ে আসা হয়েছে।