স্টাফ রিপোর্টার: নরসিংদীর পাঁচদোনা-ডাংগা সড়কে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নুর হোসেন (৩২) নামে এক বালু ব্যবসায়ী প্রাণ হারিয়েছে। মঙ্গলবার (১১ জুন) বিকেলে সদর উপজেলার আমদিয়া ইউনিয়নের মাথরা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত নুর হোসেন পলাশ উপজেলার ডাংগা ইউনিয়নের কান্দাপাড়া গ্রামের আমজদা হোসেনের ছেলে। সে বালু ব্যবসায়ী ছিলেন।
নিহতের চাচাতো ভাই কাজল মিয়া জানান, নুর হোসেন সকালে ব্যবসায়ীক কাজে মোটরসাইকেল নিয়ে বাসা থেকে বের হয়ে পাঁচদোনা যায়। পরে বিকেল সৌয়া ৫টায় পাঁচদেনা থেকে নিজ বাড়িতে ফেরার পথে সদর উপজেলার আমদিয়া ইউনিয়নের মাথরা নামক স্থানে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা পাঁচদোনা গামী আরেকটি মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। পরে তাকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নেওয়ার পথেই প্রাণ হারায় নুর হোসেন।
আহত হয় অপর মোটরসাইকেলের দুই আরোহী। পরে তাদেরকে স্থানীয়রা উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকায় পাঠায়। তবে আহত ব্যক্তিদের পরিচয় পাওয়া যায়নি।
মাধবদী থানার অফিসার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান জানান, মোটরসাইকেল দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে বলে জানতে পেরেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে কিন্তু সেখানে মরদেহ পাওয়া যায়নি। দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল পরে আছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।