নাসিম আজাদ: নরসিংদীর পলাশ উপজেলার গজারিয়া ইউনিয়নের জয়পুরা গ্রামে মিজানুর রহমান (২৫) নামে এক যুবকের আত্মহত্যার ঘটনা ঘটেছে।
সে পেশায় একজন ইলেকট্রিশিয়ান ছিল।
শনিবার (১৪ জানুয়ারি) রাত ৯টার দিকে উপজেলার গজারিয়া ইউনিয়নের জয়পুরা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত যুবক জয়পুরা গ্রামের ইউসুফ মিয়ার ছেলে।
প্রতিবেশী ও স্বজনদের পক্ষ থেকে জানা যায়, শনিবার রাত ৯টার দিকে মিজানুর রহমান তার ঘরের ভিতরে গিয়ে ধন্যায় রশি পেঁচিয়ে গলায় ফাঁস দেয়।
পরে পরিবারের সদস্যরা পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কি কারণে আত্মহত্যার ঘটনা ঘটেছে সে বিষয়ে স্বজনরা বিস্তারিত জানাতে পারেননি।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা.আব্দুল্লাহ আল মামুন বলেন, আমাদের এখানে মৃত অবস্থায় নিয়ে আসে। পরে আমরা পলাশ থানা পুলিশকে বিযয়টি জানাই।
পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইলিয়াছ জানান, 'উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে জানালে আমরা লাশ উদ্ধার করি। মিজানুর রহমানের লাশ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এব্যাপারে খোঁজ খবর নিয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।'
জাগো নরসিংদী টুয়েন্টিফোর ডটকম/সমক