মো.তানসেন: প্রথম নরসিংদী জেলার শ্রেষ্ঠ তাৎক্ষণিক অভিনেতা নির্বাচিত হয়েছিলেন নিরব খান। এবার ঢাকা বিভাগে তৃতীয় স্থান অধিকার করেছেন সে।
নিরব খান নরসিংদী জেলার শিবপুর উপজেলার ব্রাইট স্কুলের দশম শ্রেণির মানবিক বিভাগের শিক্ষার্থী। সে উপজেলার দুলালপুর ইউনিয়নের দুলালপুর খালপাড় গ্রামের মোঃ ইব্রাহিম খানের ছেলে।
রোববার (২৮ মে) দুপুরে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৩ উপলক্ষে ঢাকা বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতায় এই ফলাফল ঘোষণা করা হয়। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা ঢাকা অঞ্চলের আঞ্চলিক কার্যালয়ের আয়োজনে ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা ঢাকা অঞ্চলের পরিচালক প্রফেসর মো. মোনেয়ার হোসেনের সভাপতিত্বে প্রতিযোগিতায় প্রধান অতিথি ছিলেন ঢাকা বিভাগীয় কমিশনার মো. সাবিরুল ইসলাম।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল কাজী শামীম ফরহাদ।
ঢাকা অঞ্চলে তৃতীয় স্থান অর্জন করা নিরব খান তার অভিব্যক্তিতে বলেন, আমার এই সফলতার জন্য আমি প্রথমেই মহান সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া আদায় করছি। আমার এই প্রাপ্তিতে আমি বাবা-মা ও আমার শিক্ষাগুরুদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
তিনি বলেন, 'ইউনিয়ন পর্যায়ের বিদ্যালয়ে থেকেও যে ঢাকা বিভাগে তৃতীয় স্থান অর্জন করা যায় আমি সেটা অন্তরে ধারণ করে পথ চলছি এবং চেষ্টা করছি।' নিরব সবার কাছে দোয়া প্রার্থনা করেন।
এতে ব্রাইট স্কুলের প্রধান শিক্ষক আরিফুর রহমান জানান, 'আমাদের বিদ্যালয়ের শিক্ষার্থীরা উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে সাফল্য অর্জন করেছে। এরই ধারাবাহিকতায় আমাদের বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী নিরব খান জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৩ এর তাৎক্ষণিক অভিনয় বিভাগে উপজেলা ও জেলা পর্যায়ে প্রথম হয়ে ঢাকা বিভাগীয় পর্যায়ে তৃতীয় স্থান অর্জন করেছে এটা আমাদের জন্য একটা বড় অর্জন।'
তিনি আরো বলেন, 'আমাদের এই অর্জন একক কোনো শিক্ষকের পরিশ্রমের ফসল নয়। এটা সকল শিক্ষকের সম্মিলিত প্রচেষ্টার ফসল।'