স্টাফ রিপোর্টার: নরসিংদীর মাধবদীতে ভারতীয় আমদানি নিষিদ্ধ ফেনসিডিল ও ইয়াবা ট্যাবলেটসহ চিহ্নিত মাদক সম্রাজ্ঞী মায়া বেগম (৩২) ওরফে ফেন্সি মায়াকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। তার কাছ থেকে পুলিশ ৩০ বোতল ফেনসিডিল ও দুই হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে।
মঙ্গলবার (১৪ মে) বিকেলে মাধবদী পৌর শহরের ছোট গদারচর এলাকার মাধবদী বড় মসজিদের উত্তর পাশের পাকা রাস্তা থেকে মাদক সম্রাজ্ঞী মায়া বেগমকে গ্রেফতার করে নরসিংদী ডিবি পুলিশের উপ পরিদর্শক (এসআই) কামরুজ্জামান। এ সময় পুলিশ তার কাছ থেকে ৩০ বোতল ফেন্সিডিল ও দুই হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করে পুলিশ।
গ্রেফতারকৃত মায়া ওরফে ফেন্সি মায়া নরসিংদী সদর উপজেলার মাধবদী পৌর শহরের মনোহরপুর এলাকার মৃত মোহাম্মদ আলীর মেয়ে ও মাদক কারবারি রাশেদুল ইসলাম হৃদয় ওরফে জামাই হৃদয়ের স্ত্রী।
জানা যায়, দীর্ঘদিন ধরে মাধবদী অঞ্চলে বিভিন্ন প্রকার মাদকদ্রব্য পাইকারি ও খুচরা বিক্রি করে আসছে। এলাকায় দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা চালিয়ে আসলেও এবার পুলিশের হাতে ধরা পড়ে সে। পুলিশ তাকে ধরতে একাধিকবার অভিযান চালালেও কোন না কোনভাবে পুলিশের হাত থেকে সে বের হয়ে যেত। এই মাদকসম্রাজ্ঞী ফেন্সি মায়া তার মাদক ব্যবসা চালিয়ে যাওয়ার স্বার্থে এক এক সময় এক একজনকে বিয়ে করেছেন এ পর্যন্ত সে তিন তিনটি বিয়ে করেছেন এবং তারা প্রত্যেকেই মাদক ব্যবসায়ী। সর্বশেষ হৃদয় নামে (যাকে সবাই জামাই হৃদয় বলে চিনেন) বিয়ে করেছেন। এ হৃদয় তার চাইতে বয়সে ১২-১৩ বছরের ছোট হবে। অনেকটা তার ছেলে সমতুল্য বলা চলে। সেও একজন কুখ্যাত মাদক ব্যবসায়ী।
দীর্ঘদিন পুলিশকে ফাঁকি দিয়ে মাদক ব্যবসা চালিয়ে যাওয়া মায়া বেগম ওরফে ফেন্সি মায়াকে গোয়েন্দা পুলিশ (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন চন্দ্র সরকারের দিকনির্দেশনায় এসআই কামরুজ্জামান গ্রেফতার করে।
গোয়েন্দা পুলিশ (ডিবি) এর ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি খোকন চন্দ্র সরকার বলেন, বেশ কিছুদিন ধরেই আমরা মায়াকে গ্রেফতারের চেষ্টা চালিয়ে আসছি। অবশেষে গতকাল তাকে ২ হাজার পিস ইয়াবা ও ৩০ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার করা গেছে। একে শুধু মাদক সম্রাজ্ঞী বললে ভুল হবে এ রীতিমতো অনেক মানুষের সাথে ব্ল্যাক মেইলিংও করেছে। যার প্রমাণ আমরা তার মোবাইল ফোনে পেয়েছি। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করে আদালতে পাঠানো হয়েছে।