• নরসিংদী
  • সোমবার, ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ; ২৩ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  সোমবার, ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ;   ২৩ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
website logo

শিবপুর উপজেলা সম্প্রসারিত প্রশাসনিক ভবন ও হলরুম উদ্বোধন করলেন এমপি 


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: বুধবার, ১১ অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ, ০৯:৪৫ পিএম
শিবপুর উপজেলা সম্প্রসারিত প্রশাসনিক ভবন ও হলরুম উদ্বোধন করলেন এমপি 

নিজস্ব প্রতিনিধি: নরসিংদী-৩ শিবপুর আসনের এমপি জহিরুল হক ভূইয়া মোহন বলেছেন, 'শেখ হাসিনার নেতৃত্বে সংবিধান অনুযায়ী নির্বাচন হবে। নির্বাচন বানচালের চেষ্টা করলে জনগণকে সঙ্গে নিয়ে প্রতিহত করা হবে। শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে গেছে। আবারও নৌকায় ভোট দিয়ে উন্নয়নের এই অগ্রযাত্রা অব্যাহত রাখতে হবে।'

বুধবার (১১ অক্টোবর) দুপুরে উপজেলা প্রশাসনিক ভবন ও হল রুম উদ্বোধনের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শাহ মোহাম্মদ সজীব এর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তাপসী রাবেয়া, উপজেলা প্রকৌশলী খন্দকার গোলাম শওকত, উপজেলা আ.লীগের সভাপতি মুহসীন নাজির, সাধারণ সম্পাদক সামসুল আলম ভূইয়া রাখিল, সহসভাপতি আজিজুর রহমান খান ভুলু, যুগ্ম সম্পাদক আসাদুজ্জামান আসাদ, ইউপি চেয়ারম্যানবৃন্দ, সরকারি কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ও উপজেলা আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

বর্তমান সরকার স্থানীয় সরকারের প্রাতিষ্ঠানিক ক্ষমতাসহ উপজেলা পরিষদের অবকাঠামোগত সুবিধাদি সম্প্রসারণের মাধ্যমে স্থানীয় জনগণের সেবা প্রাপ্তির বিষয়টি সহজতর করার লক্ষ্যে সরকার উপজেলা কমপ্লেক্স সম্প্রসারণ প্রকল্পটি গ্রহণ করে। এরই ধারাবাহিকতায় ৭ কোটি নরসিংদী শিবপুর উপজেলা সম্প্রসারিত প্রশাসনিক ভবন ও হল রুম নির্মিত হয়েছে। এই ভবন ও হলরুম নির্মাণে ব্যয় হয়েছে ৭ কোটি সাড়ে ২৩ লাখ টাকা। 

এ ব্যপারে উপজেলা প্রকৌশলী খন্দকার গোলাম শওকত স্বাগত বক্তব্য বলেন, ৬ তলা ভিত্তি বিশিষ্ট এই ভবনটির বর্তমানে ৪ তলা পর্যন্ত নির্মাণ করা হয়েছে। পরবর্তীতে ৬তলা পর্যন্ত সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।

স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমুহ কে স্থানীয় প্রশাসনের কেন্দ্র হিসাবে প্রতিষ্ঠিত করতে সৃষ্ট নতুন উপজেলা চেয়ারম্যান কার্যালয়, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, উপজেলা প্রকৌশলীর কার্যালয় এবং অন্যান্য কার্যালয় ছাড়াও উক্ত ভবনে একটি সভা কক্ষ রয়েছে। এছাড়াও প্রকল্পের অংশ হিসেবে মূল ভবনের পাশেই বহুমুখী ব্যবহারের উপযোগী প্রায় ৪ হাজার ২৫০ বর্গফুটের একটি সুসজ্জিত হলরুম পৃথকভাবে নির্মাণ করা হয়েছে।

নরসিংদীর খবর বিভাগের জনপ্রিয় সংবাদ