স্টাফ রিপোর্ট: নরসিংদীর রায়পুরায় রাতে নিখোঁজ হওয়ার পর সকালে ঘাস ক্ষেতে জবাই করা লাশ মিলল এক কৃষকের। তার নাম রায়হান উদ্দিন (৪০)। নিহত রায়হান সিরাজনগর নয়াচর গ্রামের মৃত সিরাজ উদ্দিনের ছেলে।
দুর্বৃত্তরা জবাই করে হত্যা করার পর তার বাঁ চোখ উপড়ে ফেলে।
সোমবার (১৭ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার আদিয়াবাদ ইউনিয়নের সিরাজনগর নয়াচর গ্রামে বাড়ির পাশের একটি ঘাস ক্ষেতে রায়হানের মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন নিহতের পরিবারের সদস্যরা।
খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছেন।
রায়হান উদ্দিনের মেয়ে মারজিয়া জানান, রোববার রাত সাড়ে ৯টায় বাড়ি থেকে বের হয়ে আর ফিরেননি তার বাবা। সকালে স্থানীয় সুলতান মিয়ার ঘাস ক্ষেতে রায়হানের গলাকাটা ও বাঁ চোখ উপড়ানো লাশ পাওয়া যায়। কি কারণে কারা এ হত্যাকান্ড ঘটিয়েছে তা তারা বলতে পারছেন না।
অতিরিক্ত পুলিশ সুপার (রায়পুরা সার্কেল) সত্যজিৎ কুমার ঘোষ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, 'তদন্তের মাধ্যমে হত্যাকান্ডে জড়িতদের আইনের আওতায় আনা হবে।'
জাগো নরসিংদী টুয়েন্টিফোর ডটকম