নিজস্ব প্রতিনিধি: নরসিংদীর শিবপুরে পবিত্র মাহে রমজান উপলক্ষে কুরআন খতম ও কুরআন-হাদিস পাঠ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান-২০২৪ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩ এপ্রিল) সকাল ১০ টায় উপজেলার দুলালপুরের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান ব্রাইট স্কুল অডিটোরিয়ামে এ অনুষ্ঠান হয়।
অনুষ্ঠানে শিবপুর উপজেলা মুক্তিযোদ্ধা পরিষদের সাবেক ডেপুটি কমান্ডার ও ব্রাইট স্কুলের সম্মানিত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো: বেলায়েত হোসেন ভূঁইয়ার সভাপতিত্বে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন পাড়াতলা শিকদার আব্দুল মান্নান উচ্চ বিদ্যালয়ের সাবেক সিনিয়র শিক্ষক মোক্তার হোসেন ভূঁইয়া, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুলালপুর সিনিয়র ফাজিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ জনাব মাওলানা মনজুর হোসেন ফকির। এছাড়াও ব্রাইট স্কুলের আরবি শিক্ষক সহ কতিপয় শিক্ষকরাও উপস্থিত ছিলেন।
এবার রমজানে ব্রাইট স্কুলের ১৩৬ জন ছাত্র- ছাত্রী ২৩ রমজানের মধ্যে সম্পূর্ণ কুরআন খতম দিয়েছে। তাছাড়াও অর্থসহ ১০ টি সূরার সহি তিলাওয়াত ও ১৫ টি বিষয় ভিত্তিক হাদিস পাঠ প্রতিযোগিতায় প্রথম শ্রেণি থেকে ৯ম শ্রেণি পর্যন্ত ছাত্র ছাত্রীরা অংশগ্রহণ করে। তাদের মধ্য থেকে প্রতি ক্লাসে ১ম ,২য়, ৩য় স্থান সহ মোট ৭৩ জন বিজয়ীকে পুরস্কৃত করা হয়।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথিসহ সম্মানিত অতিথিদের হাত থেকে পুরস্কার গ্রহণ করে বিজয়ীরা।