নিজস্ব প্রতিনিধি: “সাদাছড়ি হাতে ধরি, স্মার্ট বাংলাদেশ নিজে গড়ি” এই প্রতিপাদ্যে নরসিংদীতে পালিত হয় বিশ্ব সাদাছড়ি দিবস।
দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন, সামাজসেবা ও বেসরকারী বিভিন্ন সংস্থার সমন্বয়ে এক র্যা লী অনুষ্ঠিত হয়।
পরে জেলা সার্কিট হাউজে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক মোস্তফা মনোয়ার প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার শহিদুল ইসলাম সোহাগ, সমাজসেবা অধিদপ্তরের উপ পরিচালক মাসুদুল হাসান তাপস, সহকারী পরিচার নইম জাহাঙ্গীর ও সুরভী আফরোজ ও ঢাকা প্রোগ্রেসিভ লায়ন্স চক্ষু হাসপাতারের তপন কুমার সরকার, আ: রহিম সহ বিভিন্ন সংস্থার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে দৃষ্টি প্রতিবন্ধীদের মাঝে বিনামূল্যে আধুনিকমানের সাদাছড়ি বিতরণ করা হয়।