নিজস্ব প্রতিনিধি
নরসিংদীর শিবপুরে ট্রাকের চাকার নিচে পড়ে এক নারীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩ মার্চ) বিকেল চারটার দিকে উপজেলার কলেজ গেইট এলাকায় এই দুর্ঘটনা ঘটে । নিহত নারী শিবপুর উপজেলার সৃষ্টিগড় এলাকার আবদুল মজিদের স্ত্রী মাকসুদা বেগম রানী (৩৫)। সে সিএনজিযোগে তার মেয়ের বাড়িতে বেড়াতে যাচ্ছিলেন।
স্থানীয়রা জানায় , রড বোঝাই ট্রাক মনোহরদীগামী (ঢাকা মেট্রো ট ২০-৬১৬০) ঘটনাস্থলে এসে পৌঁছলে পিছন থেকে একটি সিএনজি ওই ট্রাকটিকে ওভারটেক করার সময় গোলচত্বরের রাস্তার ডিভাইডারের পিলারে ধাক্কা লেগে সিএনজিতে থাকা মাকসুদা বেগম নামে ওই নারী ছিটকে রাস্তায় পড়ে যায় । এসময় ট্রাকটির পেছনের চাকা ওই নারীর শরীরের ওপরে ওঠে যায় আর এবস্থায়ই থেমে যায় ট্রাকটি। ঘটনার পর পরই ট্রাকটালক, হেলপার ও সিএনজি চালক পালিয়ে যায় ।
অন্যদিকে, ট্রাকটি বেশ ভাড়ী হওয়ায় এবং এটির ইঞ্জিন চালু না হওয়ায় এক ঘণ্টার চেষ্টার পরে জ্যাক দিয়ে গাড়ি উঁচু করে ওই মৃতদেহ উদ্ধার করে লাশ মর্গে প্রেরণ করা হয়।
শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি ) সালাহ উদ্দিন মিয়া জানান, 'ঘটনাস্থলে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে লাশ মর্গে প্রেরণ করেছেন । ট্রাক ও সিএনজি পুলিশের হেফাজতে রয়েছে।'