মকবুল হোসেন : নরসিংদীর মাধবদী পৌরসভা হল রুমে আজ ২১ আগষ্ট বিকেলে মাধবদী থানা মহিলা আওয়ামী লীগের উদ্যোগে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মাধবদী থানা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী ফেরদৌসী আক্তারের সভানেত্রীত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী সুমি সরকার ফাতেমা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদিকা ও নরসিংদী পৌরসভার কমিশনার ইয়াসমিন সুলতানা। আরো উপস্থিত ছিলেন মাধবদী পৌরসভার কাউন্সিলর ফাতেমা বেগম, মায়া রানী দেবনাথ, ফরিদা ইয়াসমিন সহ মহিলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ। মাধবদী থানা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদিকা ও মাধবদী পৌরসভার সাবেক আমেনা বেগম জোৎস্নার সঞ্চালনায় অনুষ্ঠানে ২১ আগষ্ট নির্মম গ্রেনেড হামলায় নিহত ও আহতদের জন্য দোয়া করা হয়।