আসাদ সরকার: নরসিংদী পৌরসভা কর্তৃক 'মশক' (এডিশ মশা ) নিধন চলমান কার্যক্রম পরিদর্শন ও ডেঙ্গু প্রতিরোধে জনসচেনতামূলক লিফলেট বিতরণ নরসিংদীর জেলা প্রশাসক ও বিজ্ঞ ম্যাজিস্ট্রেট আবু নইম মোহাম্মদ মারুফ খান।
আজ বুধবার নরসিংদী পৌরসভা এলাকাধীন ৭নং ওয়ার্ড, কাউরিয়া পাড়া এলাকায় ডেঙ্গু প্রতিরোধে জনসচেনতামূলক লিফলেট বিতরনকালে উপস্থিত ছিলেন নরসিংদী পৌরসভার মেয়র আমজাদ হোসেন বাচ্চু, নরসিংদী পৌরসভার বিভিন্ন ওয়ার্ড কাউন্সিলারগণ এবং নরসিংদী জেলা মহিলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বাংলাদেশ মহিলা আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটি কার্যনির্বাহী সদস্য বিলকিস বেগম।
জেলা প্রশাসক লিফলেট বিতরন কালে জনগণকে বলেন, 'এডিস মশার কামড়ে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে অনেকেই হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসাধীন অবস্থায় আছে। আবার অনেকেই মৃত্যুর কোলে ঢলে পড়েছেন। তাই আপনি/আপনারা সবাই বাড়িঘর পরিস্কার পরিচ্ছন্ন রাখুন- যাতে করে এডিস মশা জন্ম না নিতে পারে।'
জ্বরের উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেয়ার আহ্বান জানান তিনি।