স্টাফ রিপোর্ট: নরসিংদীর রায়পুরায় মহিষের গুঁতায় গুরুতর আহত হয়েছেন গোলাপ মিয়া (৭০) ও শিরিয়া বেগম (৬০) নামে স্বামী স্ত্রী।
সোমবার (২৯ মে) সকালে রায়পুরা উপজেলার উত্তর বাখরনগর ইউনিয়নের লোচনপুর গ্রামের ফুলদির চকে এই ঘটনা ঘটেছে। আহতরা মাঠে কাজ করছিল।
বর্তমানে তারা ঢাকা মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
জানা গেছে, স্থানীয় এক কসাই মহিষটি কিনে এনেছিলেন জবাই করে মাংস বিক্রি করার জন্য। পরে মহিষটিকে মাঠে ঘাস খাওয়ার জন্য দিয়েছিলো।
গোলাপ মিয়া ও শিরিয়া বেগম সকালে কৃষিজমিতে কাজ করছিলেন। হঠাৎ মহিষটি দৌড়ে এসে কাকরুল, ঝিঙাসহ অন্যান্য ফসলের ক্ষতি করছিলো। এসময় দাঁড়িয়ে থাকা শিরিয়া বেগমকে শিং দিয়ে আক্রমণ করে ওপরে তুলে তুলে ফেলে।
এসময় স্বামী গোলাপ মিয়া তাকে বাচাঁতে গেলে মহিষটি তাকে ফেলে দিয়ে গোলাপ মিয়ার পেটে শিং দিয়ে সজোরে গুঁতুা মারে। এতে গোলাপ মিয়ার পেটের ভূঁড়ি বেরিয়ে যায়।
ঘটনা স্থলে উপস্থিতরা তাদের উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যায় ও পরে নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে তাদেরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে।
রায়পুরা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নুরউদ্দিন খান মোঃ জাহাঙ্গীর জানান, আহত দুজন গুরুতর আঘাতপ্রাপ্ত হয়েছেন। প্রাথমিক চিকিৎসা দিয়ে সংকটাপন্ন অবস্থা বিবেচনা করে তাদের উন্নত চিকিৎসার জন্য নরসিংদী সদর হাসপাতালে প্রেরণ করি।
স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. হাবিবউল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। মহিষটি আটকের পর পন্ডিত কসাইয়ের বাড়িতে রয়েছে।