• নরসিংদী
  • রবিবার, ৭ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ; ২২ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  রবিবার, ৭ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ;   ২২ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
website logo

নরসিংদীতে অগ্নিকাণ্ডে পুড়ে গেছে ৮ দোকান


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: সোমবার, ২৩ জানুয়ারি, ২০২৩ খ্রিস্টাব্দ, ০৪:৩৪ পিএম
নরসিংদীতে অগ্নিকাণ্ডে পুড়ে গেছে ৮ দোকান
অগ্নিকাণ্ড। ছবি সংগৃহীত

স্টাফ রিপোর্ট: নরসিংদীতে ভয়াবহ এক অগ্নিকান্ডে পুড়ে গেছে ৮টি দোকান। এ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে শহরের ভেলানগর বাজারে। 

এ সময় আংশিক পুড়ে গেছে  আরও ৩টি দোকান।

পুড়ে যাওয়া দোকানের মধ্যে রয়েছে কসমেটিকস, মুদি, প্লাষ্টিক, কাপড় এবং জুতার দোকান।

সোমবার (২৩ জানুয়ারি) ভোর ৪ টার দিকে অগ্নিকান্ডের এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ৩ টি ইউনিট প্রায় ২ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

এলাকাবাসী ও ব‍্যবসায়ী সূত্রে জানা যায়, ভোর ৪টার দিকে মার্কেটটির একটি মুদিদোকানে আগুন দেখতে পান বাজারের লোকজন।

পরে ভোর সোয়া ৪টার দিকে মসজিদের মাইকে আগুন লেগেছে এমন ঘোষণায় আশপাশের লোকজন ছুটে এসে আগুনের দৃশ্য দেখতে পায়। তাৎক্ষণিকভাবে এলাকাবাসী ও দোকান মালিকরা আগুন নেভানোর চেষ্টা চালায়। দ্রুত আগুন পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে।

পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। এসময় আগুনে বাজারের কসমেটিকস, প্লাষ্টিক, জুতা ও কাপড়ের দোকানসহ মোট ৮টি দোকানঘর পুড়ে ছাই হয়ে যায়।

এ ঘটনায় আরো ৩টি দোকান আংশিক পুড়ে যায়।বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে দোকান মালিকরা প্রাথমিকভাবে ধারণা করছেন।

এ অগ্নিকান্ডে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ব‍্যবসায়ীরা জানান।

নরসিংদী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আবু সাঈদ জানান, 'আগুন লাগার সংবাদে আমরা আমাদের ফায়ার সার্ভিসের দুটি ইউনিট নিয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাই।

তিনি বলেন, 'পরে আমাদেরকে সহযোগিতা করার জন‍্য পাশ্বর্বর্তী ষ্টেশন শিবপুর থেকে আরো একটি ইউনিট আমাদের সাথে এসে যুক্ত হয়। আমরা প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই।'

অগ্নিকান্ডে হতাহতের কোন ঘটনা ঘটেনি বলেও তিনি জানান। 

জাগো নরসিংদী টুয়েন্টিফোর ডটকম/সমক

 

নরসিংদীর খবর বিভাগের জনপ্রিয় সংবাদ