• নরসিংদী
  • রবিবার, ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ; ২২ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  রবিবার, ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ;   ২২ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
website logo

পলাশে সড়ক দুর্ঘটনায় দুজন নিহত 


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ০৮:৩৮ পিএম
পলাশে সড়ক দুর্ঘটনায় দুজন নিহত 
দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত সিএনজি

নাসিম আজাদ : নরসিংদীর পলাশে সড়ক দুর্ঘটনায় দুজন নিয়ত হয়েছে।  কাভার্ড ভ্যানের সাথে যাত্রীবাহী সিএনজির মুখোমুখি সংঘর্ষে  তারা নিহত হন। এসময় আহত হয়েছেন সিএনজির আরও ৪ যাত্রী।

বৃহস্পতিবার (৩০ মার্চ) বিকালে পলাশ উপজেলার  পাঁচদোনা-টঙ্গি মহাসড়কের টান ঘোড়াশাল এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতের মধ্যে একজন হলেন গাজীপুরের কালিগঞ্জ উপজেলার চুয়ারিখোলা গ্রামের সুরেন্দ্র নাথের ছেলে পংকজ নাথ (৪০)। তাৎক্ষনিকভাবে নিহত নারীর পরিচয় জানাতে পারেনি পুলিশ।

পুলিশ জানায়, বিকাল ৪টার দিকে পাঁচদোনা থেকে শিশুসহ ৬ জন যাত্রী নিয়ে সিএনজিটি ঘোড়াশালের দিকে যাচ্ছিল। পাঁচদোনা-টঙ্গি মহাসড়কের টান ঘোড়াশাল এলাকায় পৌঁছালে সিএনজিটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।

এসময় অপরদিক থেকে আসা দ্রুতগামী একটি কাভার্ড ভ্যানের নীচে চাপা পড়ে দুমড়ে মুচড়ে যায় সিএনজিচালিত অটোরিকশাটি। এতে ঘটনাস্থলে পংকজ নাথ (৪০) নামে সিএনজির এক যাত্রী নিহত হয়। একই সাথে আহত হয় নারীসহ আরও পাঁচ যাত্রী।

পরে আহতদের উদ্ধার করে ঘোড়াশাল ও নরসিংদী সদর হাসপাতালে নিলে সেখানে এক নারী যাত্রীর মৃত্যু হয়। আহতদের মধ্যে ২ জন ঘোড়াশালের একটি বেসরকারি হাসপাতালে ও ২ জন সদর হাসপাতালে চিকিৎসাধীন।

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইলিয়াছ ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন, 'দুর্ঘটনার পর কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়েছে।'

নিহতদের লাশ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে তিনি জানান। 

জাগো নরসিংদী/প্রতিনিধি 

নরসিংদীর খবর বিভাগের জনপ্রিয় সংবাদ