হলধর দাস: "অসমতার বিরুদ্ধে লড়াই করি,দুর্যোগ সহনশীল পরিবেশ গড়ি" এই শ্লোগানকে সামনে রেখে বৃহস্পতিবার(১২ অক্টোবর) নরসিংদীতে পালন করা হয়েছে "আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৩"।
নরসিংদী জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে উল্লেখযোগ্য ছিল, দুর্যোগ প্রশমনে করণীয় বিষয়ক আলোচনা সভা ও বিভিন্ন মহড়া।
জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির ভাষণে জেলা প্রশাসক ড. বদিউল আলম বলেন, প্রাকৃতিক দুর্যোগ ও বিপর্যয় মোকাবিলায় আমাদের বাংলাদেশ সারাবিশ্বে একটা রুল মডেল। কিন্তু মানুষের দ্বারা সৃষ্ট দুর্যোগ মোকাবিলা করতে আমাদেরকে হিমসিম খেতে হচ্ছে। এব্যাপারে আমাদের প্রত্যেককে সচেতন হতে হবে। দুর্যোগ মোকাবিলায় নিজেদের পরিবেশ নিজেরাই ঠিক রাখতে হবে। নইলে, আমাদের কারণেই আমাদেরকে মহা প্রাকৃতিক দুর্যোগের সম্মূখীন হতে হবে। তখন আর নিজেদের রক্ষা করতে পারবো না।'
অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোঃ মোস্তফা মনোয়ার এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন, জেলা ত্রাণ কর্মকর্তা মোঃ নোমান, নরসিংদী সিভিল ডিফেন্স ও ফায়ার সার্ভিস এর উপ-পরিচালক আবুল কালাম আজাদ, পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক, সদর উপজেলা ত্রাণ কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম, জেলা রেড ক্রিসেন্ট সম্পাদক হাজী আব্দুস সাত্তার প্রমুখ।
আলোচনা শেষে নরসিংদী সিভিল ডিফেন্স ও ফায়ার সার্ভিস এর উপ-পরিচালক আবুল কালাম আজাদ এর নেতৃত্বে বিভিন্ন মহড়া প্রদর্শন করা হয়।
কীভাবে ভূমিকম্প ও অগ্নিকান্ডের ঘটনা ঘটে এবং কীভাবে এই দুর্যোগ থেকে নিজেদের রক্ষা করা যায়, নরসিংদী সিভিল ডিফেন্স ও ফায়ার সার্ভিস এর সদস্যরা তা প্রদর্শন করেন । শত শত দর্শনার্থীরা তা মনযোগ সহকারে প্রত্যক্ষ করেন।