
শেখ মানিক: বৈধ চ্যানেলে সর্বাধিক রেমিট্যান্স প্রেরণের মর্যাদায় কমার্শিয়াল ইম্পর্ট্যান্ট পার্সন (সিআইপি) নির্বাচিত হয়েছেন সৌদি আরব প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী ওসমান মৃধা। তার বাবার নাম মৃত আলীম উদ্দিন মৃধা। বাড়ি নরসিংদী জেলার শিবপুর উপজেলার দুলালপুর ইউনিয়নের লাখপুর গ্রামে।
দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখায় গত ২০ ডিসেম্বর সরকার ঘোষিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে ’২৩ সালের জন্য সর্বাধিক বৈদেশিক মুদ্রা প্রেরণ ও জাতীয় অর্থনীতিতে উল্লেখযোগ্য অবদানে প্রবাসী বাংলাদেশিদের সিআইপি-এনআরবি ক্যাটাগরিতে বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে স্বীকৃতি দিয়েছেন। এতে আরাফাত ডেভেলপার্স এন্ড বিল্ডার্স লিঃ (এডিবিএল) এর ব্যবস্থাপনা পরিচালক মো: ওসমান মৃধা প্রবাসী বাংলাদেশি এ সিআইপি মর্যাদা লাভ করেন।
মো; ওসমান মৃধা সৌদি আরব ও বাংলাদেশে একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। তার প্রতিষ্ঠিত সৌদি আরবে আরাফাত আল-শারক ও বাংলাদেশে আরাফাত ডেভেলপার্স এন্ড বিল্ডার্স লিঃ (এডিবিএল) একটি বিশ্বাসযোগ্য প্রতিষ্ঠান হিসেবে পরিণত হয়েছে।