• নরসিংদী
  • সোমবার, ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ; ২৩ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  সোমবার, ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ;   ২৩ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
website logo

নরসিংদী'র কৃতি সন্তান ডা. মন্দিরা সরকারকে সম্মাননা প্রদান


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: সোমবার, ১৯ জুন, ২০২৩ খ্রিস্টাব্দ, ০১:৪২ পিএম
নরসিংদী'র কৃতি সন্তান ডা. মন্দিরা সরকারকে সম্মাননা প্রদান

নিজস্ব প্রতিবেদক: সর্বোচ্চ সংখ্যাক রোগি দেখায় ও উপজেলা স্বাস্থ‍্য সেবায় বিশেষ অবদান রাখায় নরসিংদী'র কৃতি সন্তান ডা. মন্দিরা সরকারকে সম্মাননা প্রদান করা হয়েছে। শনিবার (১৭ জুন) বিকেলে সার্ক কালচারাল ফোরামের আয়োজনেঢা কার সেগুন চাইনিজ রেস্টুরেন্টে অনুষ্ঠিত মাদক,সন্ত্রাস, নিয়ন্ত্রনে আমাদের করণীয়" শীর্ষক সভায় এ সম্মাননা প্রদান করা হয়।

"মাদক,সন্ত্রাস, নিয়ন্ত্রনে আমাদের করণীয়" শীর্ষক এই সভা  উদ্বোধন করেন বাংলাদেশ প্রেস কাউন্সিল'র চেয়ারম্যান বিচারপতি মো. নিজামুল হক।

সার্ক কালচারাল ফোরাম'র সভাপতি এটিএম মমতাজুল করিম'র সভাপতিত্বে ।সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলির সদস্য এডভোকেট ইউসুফ হোসেন হুমায়ূন।  প্রধান অতিথির বক্তব‍্যে তিনি সন্ত্রাস ও মাদক নিয়ন্ত্রণে আমাদের কি কি করণীয় সে বিষয়ে আলোচনা  করেন।

আলোচনা শেষে স্বাস্থ্য খাতে দেশে সর্বোচ্চ সংখ্যাক রোগিকে স্বাস্থ‍্য সেবা প্রদান করায় এবং স্বাস্থ‍্য সেবায় বিশেষ অবদান রাখার জন‍্য নরসিংদীর কৃতি সন্তান,  শিবপুর উপজেলা স্বাস্থ‍্য কমপ্লেক্স'র জুনিয়র কনসালটেন্ট, ডা. মন্দিরা সরকারকে সম্মননা প্রদান করা হয়। ডা. মন্দিরা সরকার'র এই বিশেষ সম্মাননা স্মরক তুলে দেন প্রধান অতিথি এডভোকেট ইউসুফ হোসেন হুমায়ূন। 

ডা. মন্দিরা সরকারকে সার্ক কালচারাল ফোরাম'র পক্ষ থেকে "সার্ক পার্সোনালিটি এ্যাওয়ার্ড ২০২২" এ ভূষিত করা হয়।

উল্লেখ‍্য, ডা. মন্দিরা সরকার'র স্বামী প্রফেসর ডা. সুবিনয় কৃষ্ণ পাল দেশের একজন নামকরা সার্জন।  দেশের স্বাস্থ‍্য সেবা তারা স্বামী-স্ত্রী দুজনই বিশেষ অবদান রেখে চলেছেন।
 

নরসিংদীর খবর বিভাগের জনপ্রিয় সংবাদ