স্টাফ রিপোর্ট: নরসিংদীর বেলাবতে ছেলের লাঠির আঘাতে বৃদ্ধ পিতার মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছেন তার মা রহিমা বেগম। নিহতের নাম অছিমউদ্দিন (৮৩)।
রোববার (৮ জানুয়ারি) রাত সাড়ে ১২ টায় উপজেলার সল্লাবাদ ইউনিয়নের ইব্রাহিমপুর গ্রামে এ ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনাস্থল থেকে অভিযুক্ত ছেলে আলফেজ ফেসানিকে গ্রেফতার করেছেন।
নিহত বৃদ্ধের স্ত্রী রহিমা বেগম জানান, 'আলফেজ ফেসানী দীর্ঘদিন ধরে মানসিক রোগে আক্রান্ত । বর্তমানে তার চিকিৎসা চলছে।'
ওইদিন রাতে বাড়ির পাশে ওয়াজ হচ্ছিল। এ কারণে বাড়িতে তেমন কেউ ছিলেন না। রাত সোয়া ১২ টায় বৃদ্ধ স্বামী ও মানসিক ভারসাম্যহীন ছেলেকে নিয়ে ঘরে পোলাও খেতে বসেন তারা।
এসময় পোলাও স্বাদ হয়নি- এ কথা বলে আলফেজ ফেসানি প্রথমে মাকে লাঠি দিয়ে আঘাত করেন।
পরে তার পিতা প্রতিবাদ করলে তার মাথায় লাঠি দিয়ে আঘাত করে। এতে ঘটনাস্থলেই অছিমউদ্দিনের মৃত্যু হয়।
এ ঘটনায় নিহতের মেয়ে তাপসী আক্তার বাদী হয়ে ভাই আলফেজ ফেসানিকে আসামি করে বেলাবো থানায় হত্যা মামলা দায়ের করেছেন।
ঘটনার সততা নিশ্চিত করেছেন বেলাব থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. ফরিদ উদ্দিন।
জাগো নরসিংদী ২৪. কম /সমক