শরীফ ইকবাল রাসেল: অভিবাসন প্রেরনে বাংলাদেশের মধ্যে নরসিংদী ৬ষ্ঠ স্থানে অবস্থান করছে। আগামীতে ৫ম স্থানে আসার সম্ভাবনা রয়েছে। আর এই মুহুর্তে নরসিংদীর বিভিন্ন অঞ্চলে মানবপাচারের ঘটনা দুঃখজনক বলে মনে করছে ডেমো। তাই এই পরিস্থিতিতে অভিবাসী প্রেরনে জেলাবাসীকে আরও সচেতন হওয়ার আহবান জানান নরসিংদী জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস।
মঙ্গলবার নরসিংদী জেলা জিএমসি এডভাইজরি কমিটির ত্রৈমাসিক সমন্বয় সভায় এমন আহবান জানান জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের জনশক্তি জরিপ কর্মকর্তা এ কে এম দাউদুল হক।
এসময় আরও বক্তব্য রাখেন অভিবাসী কর্ম উন্নয়ন প্রোগ্রাম (ওকাপ) এর জেলা ব্যবস্থাপক হালিমা আক্তার, ওকাপের জেলা লিগ্যাল এইড কর্মকর্মা ঝুমুর বিশ্বাস, বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতির নরসিংদীর ব্যবস্থাপক মোস্তফা কামাল, নরসিংদী কারিগরী প্রশিক্ষণ কেন্দ্রের সিনিয়র প্রশিক্ষক আব্দুল হান্নান মোল্লা ও বাংলা টিভির জেলা প্রতিনিধি শরীফ ইকবাল রাসেলসহ অন্যরা।
সভায় বক্তারা আরও বলেন, নরসিংদীর যে সকল এলাকা শিক্ষা, অর্থনীতি ও কর্মষ্থানে পিছিয়ে আছে, সেকল এলাকায় মানবপাচারকারীরা অবস্থান নিয়ে ওই এলাকার দরিদ্র পরিবারের সদস্যদের প্রলোভন দেখায়। প্রত্যান্ত অঞ্চলের এসব মানুষ খুব সহজেই প্রলোভনে পরে গিয়ে এক প্রকার জেনে শুনেই এই মরন যাত্রায় শামিল হচ্ছে। এই থেকে উত্তরনের জন্য ওই এলকায় আরও বেশী করে সচেতনতামূলক কার্যাক্রম গ্রহন করতে হবে এবং ওই এলাকার মানুষকে আরও বেশী সচেতন হতে হবে। তাহলেই সম্ভব মানবপাচারকারীদের প্রতিরোধ করা।