স্টাফ রিপোর্টার: ঐক্য ন্যাপ সভাপতি পঙ্কজ ভট্টাচার্যের স্মরণে বুধবার বিকেলে নরসিংদীর বেলাব উপজেলার চর-উজিলাব মুক্তিযোদ্ধা স্মৃতি ফলক চত্ত্বরে এক শোকসভার আয়োজন করা হয়।
চর-উজিলাব ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদের ভারপ্রাপ্ত কমান্ডার মোঃ মজিবুর রহমানের সভাপতিত্বে স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য বীর মুক্তিযোদ্ধা রঞ্জিত কুমার সাহা।
স্মরণ সভায় প্রয়াত বীর মুক্তিযোদ্ধা পঙ্কজ ভট্টাচার্যের জীবনের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন বেলাব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী সাফি, চর-উজিলাব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম সম্রাট, নরসিংদী জেলা সিপিবি'র সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন শান্তি,বীর গেরিলা মুক্তিযোদ্ধা মোঃ ফজলুর রহমান, নরসিংদী জেলা সম্মিলিত সামাজিক আন্দোলনের সভাপতি নরসিংদী প্রেসক্লাবের সাবেক সভাপতি নিবারন রায়, বীর মুক্তিযোদ্ধা আঃ খালেক, জেলা ন্যাপ সম্পাদক সাংবাদিক হলধর দাস, বীর মুক্তিযোদ্ধা সুপদ সাহা,নারী নেত্রী রাবেয়া বেগম শান্তি, ইউপি সদস্য রহিমা বেগম,কবির আহমেদ, কামরানুর রহমান তুহিন প্রমুখ।
সভায় বক্তাগণ প্রয়াত পঙ্কজ ভট্টাচার্যের প্রতি গভীর শ্রদ্ধা ও তার কর্মময় জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।
জাগোনরসিংদী/হলধর দাস