• নরসিংদী
  • রবিবার, ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ; ২২ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  রবিবার, ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ;   ২২ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
website logo

হারুন খানকে হত্যাচেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন নরসিংদীতে


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: রবিবার, ০৫ মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ০৭:২১ পিএম
হারুন খানকে হত্যাচেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন নরসিংদীতে
সংবাদ সম্মেলন। ছবি : জাগো নরসিংদী

হলধর দাস: নরসিংদীর শিবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা হারুনুর রশীদ খানকে হত্যার উদ্দেশ্য গুলি করার প্রতিবাদে এবং ঘটনায় জড়িত সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে নরসিংদীতে মুক্তিযোদ্ধারা বিক্ষোভ সমাবেশ ও সংবাদ সম্মেলন করেছে।

রোববার(৫ মার্চ)জেলা কমান্ডার ও সেক্টর কমান্ডারস ফোরাম মুক্তিযুদ্ধ ৭১ এর সভাপতি আবদুল মোতালিব পাঠান ও সাধারণ সম্পাদক মোঃ লস্কর আলী মিয়া'র নেতৃত্বে সকাল ১১টায় একটি বিক্ষোভ মিছিল জেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

বিক্ষোভ মিছিল শেষে নরসিংদী প্রেসক্লাবের সামনের সড়কে বিক্ষোভ সমাবেশ করেন তারা।

সমাবেশে হত্যার ষড়যন্ত্রের সাথে জড়িত সন্ত্রসীদের চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের দাবী জানান হয়। আবদুল মোতালিব পাঠানের সভাপতিত্বে ও মোঃ লস্কর আলী মিয়ার সঞ্চালনায় সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কমান্ডার আরমান ভূঞা,কমান্ডার পবিত্র রঞ্জন দাস মহাদেব,সন্তান কমান্ডের সম্পাদক রাকিব আহমেদ প্রমুখ। 

পরে নরসিংদী প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করেন মুক্তিযোদ্ধাগণ। সংবাদ সম্মেলনে একই দাবী জানান তারা। সবশেষে জেলা প্রশাসক বরাবর একই দাবীতে স্মারকলিপি প্রদান করা হয়।

জাগো নরসিংদী/স্টাফ রিপোর্টার
 

নরসিংদীর খবর বিভাগের জনপ্রিয় সংবাদ