হলধর দাস: জেলা পর্যায়ে নিরাপদ খাদ্য বিষয়ক জনসচেতনল মূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার(২২ এপ্রিল)সকাল ১১টায় নরসিংদী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ-ও প্রকল্পের পরিচালক যুগ্ম সচিব আবু নুর মোঃ শামসুজ্জামান ।
নরসিংদী জেলা প্রশাসনের সহযোগিতায়
বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সক্ষমতা বৃদ্ধিকরণ প্রকল্প, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও খাদ্য মন্ত্রণালয় আয়োজিত কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন খাদ্য মন্ত্রণালয়ের সিনিয়র সহকারি সচিব আ.ফ.ম আলমগীর কবীর।
কর্মশালার মূল প্রবন্ধ উপস্থাপন করেন অনুষ্ঠানে প্রধান অতিথি আবু নূর মোঃ সামসুজ্জামান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ মোবাশ্বের আলম।
কর্মশালায় নিরাপদ খাদ্যের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব আরোপ করে বক্তব্য রাখেন নরসিংদীর সিভিল সার্জন এর প্রতিনিধি নরসিংদী জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ ডা. এ এন এম মিজানুর রহমান। পুলিশ সুপারের অতিরিক্ত পুলিশ সুপার সামসুল আরেফিন, মুক্তিযোদ্ধা সেক্টর কমান্ডারস ফোরাম নরসিংদী জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবদুল মোতালিব পাঠান, নরসিংদী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আফতাব উদ্দিন ভূইয়া ও করিমপুর ইউপি চেয়ারম্যান মমিনুর রহমান আপেল।
এছাড়া, মুক্ত আলোচনায় বক্তব্য রাখেন নরসিংদী জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ছাইফুল ইসলাম, বাংলাদেশ রেস্তোরা মালিক সমিতি নরসিংদী জেলা শাখার সাধারণ সম্পাদক-মলয় কুমার বর্মন, গ্যালাক্সি-রেস্টুরেন্ট এর ম্যানেজিং ডাইরেক্টর-নাসির আহমেদ রিগান প্রমুখ।
প্রধান অতিথি বলেন-সচেতনা সদিচ্ছা থাকলেই নিরাপদ খাদ্য সম্ভব। নিরাপদ খাদ্য নিশ্চিত হয় সবার সম্মিলিত প্রচেষ্ঠায়। আসুন আমরা সকলে মিলে সচেতন হই।
কর্মশালায় অংশগ্রহন করেন, নরসিংদী জেলা পর্যায়ের কর্মকর্তা, হোস্টেল-রেস্টুরেন্টের মালিক, শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা সহ বিভিন্ন দপ্তরের লোকজন।
পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন নরসিংদীর
নিরাপদ খাদ্য অফিসার ফারজিয়া হক।