![website logo](https://www.jagonarsingdi24.com/webimages/logo.png)
বেলাব প্রতিনিধি: নরসিংদীর বেলাব উপজেলার আমলাব ইউনিয়ন পরিষদের আয়োজনে সন্ত্রাস নাশকতা ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ (৩ অক্টোবর) মঙ্গলবার সকালে আমলাব ইউনিয়ন পরিষদ কার্যালয় মাঠে এ সচেনতামূলক সভা অনুষ্ঠিত হয়।
আমলাব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নূরুল হাসান ভূইয়ার সভাপতিত্বে উক্ত সচেতনতামূলক সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বেলাব উপজেলা নির্বাহী অফিসার আয়শা জান্নাত তাহেরা।
ইউনিয়ন পরিষদের সচিব মোঃ আসাদুজ্জামানের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন আমলাব ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ শাহজাহানপ্রধান,উপজেলা মুক্তিযুদ্ধা কমান্ডের সাবেক ডিপুটি কমান্ডার বীরমুক্তিযোদ্ধা মোঃ ফজলুল হক,আমলাব ইউনিয়নের প্যানেল
চেয়ারম্যান রফিকুল ইসলাম রফিক,সমাজ সেবক হাজী আব্দুল কাদির মুন্সি,আমলাব ইউনিয়ন
ভূমি অফিসের সহকারী ভূমি কর্মকর্তা অজিত কুমার বিশ্বাস,রাজারবাগ বহুমূখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম,ধুকুন্দি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মনিরুজ্জামান,বেলাব প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মোঃ আমিনুল হক,বেলাব উপজেলা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জুটের সভাপতি সমাজসেবক মেহেদী হাসান রতন।ইউপি সদস্য নুরুল হক প্রধান'সহ প্রমুখ।