স্টাফ রিপোর্ট: নরসিংদীর রায়পুরায় ট্রেনে কাটা পড়ে এক অজ্ঞাত মহিলা প্রাণ হারিয়েছেন। তার বয়স আনুমানিক ৫০ বছর।
বুধবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে মেথিকান্দা রেলস্টেশনের পূর্ব পাশে উপজেলা পরিষদের সামনে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে লাশ উদ্ধার করেছে নরসিংদী রেলওয়ে ফাঁড়ি পুলিশ।
পুলিশ ও স্থানীয়রা জানান, আখাউড়া থেকে ছেড়ে আসা ঢাকাগামী তিতাস কমিউটার ট্রেন অতিক্রম করার পর রেললাইনের উপর অজ্ঞাত এক মহিলার মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা।
নিহত ওই নারীর শরীর থেকে হাত পা, মাথা, মস্তক, বিচ্ছিন্ন হয়ে ক্ষত বিক্ষত অবস্থায় পড়েছিল। খবর পেয়ে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে বিকাল ৪ টায় ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে নরসিংদী রেলওয়ে ফাঁড়ির পুলিশ।
নরসিংদী রেলওয়ে ফাঁড়ির উপপরিদর্শক সাইফুল ইসলাম বলেন, 'স্থানীয়দের সাথে কথা বলেও ট্রেনে কাটাপড়া ওই নারীর পরিচয় শনাক্ত করা যায়নি।'
অজ্ঞাতনামা মরদেহটি উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে । তার নাম পরিচয় শনাক্ত করতে পিবিআইকে খবর দেয়া হয়েছে খবর দেয়া হয়েছে বলেও তিনি জানান।
জাগো নরসিংদী টুয়েন্টিফোর ডটকম