শেখ মানিক: নরসিংদীর শিবপুর উপজেলার জয়নগর ইউনিয়নের জয়নগর পশ্চিমপাড়া আফাজউদ্দিন বাড়ির জামে মসজিদ নতুন করে সংস্কার কাজের জন্য ২ লাখ টাকা অনুদান দিয়েছেন নরসিংদী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও শিবপুর আসনের সাবেক সংসদ সদস্য এবং শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদে উপদেষ্টা আলহাজ্ব সিরাজুল ইসলাম মোল্লা।
শনিবার (২৭ মে) সন্ধ্যায় উপজেলার ইটাখোলায় সিরাজুল ইসলাম মোল্লার ব্যক্তিগত ব্যবসা প্রতিষ্ঠান সামিয়া সিএনজি স্টেশনে মসজিদ কমিটির সভাপতি ড. এম জামাল উদ্দিন এর নিকট এ অনুদানের টাকা হস্তান্তর করেন।
এ সময় অন্যান্যতের মধ্যে উপস্থিত ছিলেন, জয়নগর ইউপি চেয়ারম্যান নাদিম সরকার,উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক প্রফেসর আব্দুল খালেক, মসজিদের ইমাম মাওলানা রিয়াজ উদ্দিন, মসজিদ কমিটির কোষাধক্ষ্য রিয়াজুল হক মাস্টার, ইউপি সদস্য কামাল হোসেন, সাবেক ইউপি সদস্য আউয়াল প্রমুখ।
জাগোনরসিংদী/প্রতিনিধি