
শেখ মানিক: নরসিংদীতে পরিবেশ অধিদপ্তরের অভিযানে ৫ লাখ টাকা জরিমানা আদায় করে বন্ধ ঘোষণা করা শিবপুরের বড়ইতলা এলাকার অবৈধ ইটভাটা মেসার্স কে বি এম ব্রিকস।
বন্ধ ঘোষণার সপ্তাহখানেক পরই আবার চালু হয়েছে। শিশু শ্রমিক দিয়ে অল্প বেতনে হাড়ভাঙ্গা পরিশ্রম করাচ্ছেন ওই ভাটার মালিক খোরশেদ হাজী।
গত ২৮ নভেম্বর ইটভাটায় অভিযান চালিয়ে পরিবেশগত ছাড়পত্র দেখাতে না পারায় ৫ লাখ টাকা জরিমানা আদায় করে পরিবেশ অধিদপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইং।
পরিবেশ দূষণবিরোধী অভিযান ও পরিবেশ সংরক্ষণ কার্যক্রমের অংশ হিসেবে পরিবেশ অধিদপ্তরের এই অভিযান পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তরের মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট উইং এর বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়জুন্নেছা আক্তার।
সোমবার সরেজমিনে ইটভাটায় গিয়ে চালু থাকতে দেখা গেছে। স্থানীয় ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা যায়, বন্ধ ঘোষণার সপ্তাহ পার হতে না হতেই আবার ইটভাটা চালু করা হয়েছে।
কে বি এম ব্রিক ফিল্ড এর মালিক খোরশেদ হাজী বলেন, 'পরিবেশের ছাড়পত্র আছে কিনা না এটা আপনার জানার দরকার কি?'