• নরসিংদী
  • সোমবার, ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ; ২৩ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  সোমবার, ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ;   ২৩ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
website logo

শিবপুরে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: বৃহস্পতিবার, ১৭ মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ, ০৬:১২ পিএম
শিবপুরে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন
আলোচনা সভায় বক্তব্য রাখছেন এমপি মোহন

নিজস্ব প্রতিনিধি : নরসিংদীর শিবপুর উপজেলা প্রশাসনের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন করা হয়েছে। ১৭ মার্চ বৃহস্পতিবার সকালে শিবপুর উপজেলা পরিষদ মাঠে এ দিবসটি উদযাপন করা হয়।

এতে সভাপতিত্ব করেন শিবপুর উপজেলা নির্বাহী অফিসার জিনিয়া জিন্নাত। প্রধান অতিথির বক্তব্য রাখেন নরসিংদী-৩ শিবপুর আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি আলহাজ্ব জহিরুল হক ভূঁইয়া মোহন।

আরো বক্তব্য রাখেন শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ সালাহউদ্দিন মিয়া, শিবপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব সামসুল আলম ভূঁইয়া রাখিল, সহসভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব আজিজুর রহমান খান ভুলু, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আসাদুজ্জামান আসাদ ও সাংগঠনিক সম্পাদক বিপ্লব চক্রবর্তী প্রমুখ।

আলোচনা শেষে কেক কাটা হয়। পরে অনুষ্ঠানের প্রধান অতিথি মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে মুক্তির উৎসব ও সুবর্ণজয়ন্তী মেলার উদ্বোধন করেন।

অপরদিকে শিবপুর উপজেলা আওয়ামী লীগ পৃথকভাবে এই দিবসটি উদযাপন করেছেন। 

নরসিংদীর খবর বিভাগের জনপ্রিয় সংবাদ