• নরসিংদী
  • মঙ্গলবার, ১৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ; ২৯ এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  মঙ্গলবার, ১৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ;   ২৯ এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
website logo

নরসিংদীতে রঞ্জিত কুমার সাহাকে সংবর্ধনা প্রদান


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: সোমবার, ১০ এপ্রিল, ২০২৩ খ্রিস্টাব্দ, ০৬:৩১ পিএম
নরসিংদীতে রঞ্জিত কুমার সাহাকে সংবর্ধনা প্রদান
সংবর্ধনা প্রদান। ছবি : জাগো নরসিংদী

স্টাফ রিপোর্টার: জাতীয় শিক্ষক নেতা বীর মুক্তিযোদ্ধা রঞ্জিত কুমার সাহা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেটে ২য় বার সদস্য নির্বাচিত হওয়ায় নরসিংদী জেলা শিক্ষক সমিতির পক্ষ থেকে সংবর্ধনা জ্ঞাপন করা হয়েছে। 

সোমবার(১০এপ্রিল) বিকেলে নরসিংদী পৌরসভা মিলনায়তনে আয়োজিত  সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী পৌরসভার মেয়র আমজাদ হোসেন বাচ্চু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর গোলাম মোস্তাফা মিয়া, জেলা শিক্ষা অফিসার গৌতম চন্দ্র মিত্র, নরসিংদী কমার্স কলেজের সাবেক অধ্যক্ষ অহিভূষণ চক্রবর্তী ও বাংলাদেশ  শিক্ষক সমিতির সংগঠনিক সম্পাদক রঞ্জিত দেবনাথ।

সভায় সভাপতিত্ব করেন সদর উপজেলা  শিক্ষক সমিতির সভাপতি শাহ মোঃ  হারুন অর রশিদ ফকির। 

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সম্মিলিত সামাজিক আন্দোলন কেন্দ্রীয় কমিটির সদস্য অধ্যক্ষ আমজাদ হোসেন, সম্মিলিত সামাজিক আন্দোলন নরসিংদী জেলা শাখার সভাপতি নিবারণ রায়, জেলা শিক্ষক সমিতির প্রচার সম্পাদক হলধর দাস, শিক্ষক নেতা সুভাষ দত্ত, অহিদুজ্জামান, তপন আচার্য্য, হারুন অর রশিদ, নাট্য ব্যক্তিত্ব শাহ্ আলম, রতন চক্রবর্তী, কালীপদ দাস, আনোয়ার হোসেন স্বপন প্রমুখ। 

পরে নরসিংদী সদর উপজেলা শিক্ষক সমিতির নতুন কমিটির এক পরিচিত সভা অনুষ্ঠিত হয়। পরে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। 

জাগো নরসিংদী/হধস
 

নরসিংদীর খবর বিভাগের জনপ্রিয় সংবাদ