শেখ মানিক: নরসিংদীর শিবপুরে রাস্তা পারাপারের সময় বাসের চাকায় পিষ্ঠ হয়ে হাসান আলী (৭০) নামে এক বৃদ্ধ ঘটনাস্থলে মারা গেছেন। সোমবার দুপুর ১২ টার দিকে শিবপুর উপজেলার সৃষ্টিগর এলাকার ঢাকা-সিলেট মহাসড়ক পার হওয়ার সময় সিলেট গামী যাত্রীবাহী বাসের চাকার নিচে পিষ্ঠ হয়ে মারা যান তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন ইটাখোলা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো: নুর হায়দায় তালুকদার।
নিহত হাসান আলী রায়পুরা থানার সিরাজনগর এলাকার মৃত তসার উদ্দিনের ছেলে। লাশ ঘটনাস্থল থেকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
মো: নুর হায়দার বলেন, 'তিনি শিবপুর থানার সৃষ্টিগর এলাকার ঢাকা-সিলেট মহাসড়ক পার হওয়ার সময় বাসের চাকায় পিষ্ঠ হয়ে ঘটনাস্থলে মারা যান। আমরা বাসটি উদ্ধার করে পুলিশ ফাঁড়িতে নিয়ে এসেছি। তবে, কাউকে গ্রেফতার করতে পারি নি। মামলার প্রস্তুতি চলছে এবং লাশ নরসিংদী সদর হাসপাতালে পাঠানো হয়েছে। পরিবারের সাথে কথা হয়েছে এবং ময়নাতদন্ত শেষে তাদের কাছে হস্তান্তর করা হবে।'