নিজস্ব প্রতিনিধি: সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে অগ্নিকান্ডের ফলে প্রাণহানীসহ মারাত্মক ক্ষয়ক্ষতি হচ্ছে।
এসব কারণে সচেতনতা বাড়াতে অগ্নিকান্ড প্রতিরোধ ও নির্বাপনের কৌশল বিষয়ে শিক্ষার্থীদের প্রশিক্ষণ দিয়ে যাচ্ছে নরসিংদী ফায়ার সার্ভিস।
এরই অংশ হিসেবে সোমবার সকালে নরসিংদী শহরের নরসিংদী আইডিয়াল হাই স্কুলে এক প্রশিক্ষণ মহড়া অনুষ্ঠিত হয়। নরসিংদী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পক্ষ থেকে এই প্রশিক্ষণ মহড়ার আয়োজন করা হয়।
সরকার সগির আহমেদ এর উপস্থাপনায় নরসিংদী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আব্দুল মান্নান আনসারীর পরিচালনায় প্রাকৃতিক সৃষ্টি দুর্যোগের মধ্যে ঘুর্ণিঝড়, জলোচ্ছ্বাস, বন্যা, ভূমিধস, ভূমিকম্প, খরা, অগ্নিকান্ড, সংক্রামক রোগ ইত্যাদি এবং মানব সৃষ্ট দুর্যোগের মধ্যে যুদ্ধ, গৃহযুদ্ধ, শরনার্থী সমস্যা, শিল্পপ্রযুক্তিগত বিপর্যয়, রাসায়নিক দুষণ ও অগ্নিকান্ড ইত্যাদি মোকাবেলায় করনীয় বিষয়ে প্রশিক্ষণ দেয়া হয়।
স্কুলের প্রধান শিক্ষক মনজিল এ মিল্লাত এর সভাপতিত্বে সরকার সগির আহমেদ এর পরিচালনায় ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক আবুল কালাম আজাদ, সিনিয়র স্টেশন অফিসার আব্দুল মান্নান আনসারী প্রশিক্ষন প্রদান করেন।
জাগো নরসিংদী/রাসেল