• নরসিংদী
  • মঙ্গলবার, ১৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ; ২৯ এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  মঙ্গলবার, ১৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ;   ২৯ এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
website logo

মাধবদীতে ছিনতাইয়ের অভিযোগে ৩৩ জনের বিরুদ্ধে অভিযোগ


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: শুক্রবার, ২৫ আগষ্ট, ২০২৩ খ্রিস্টাব্দ, ০৫:২০ পিএম
মাধবদীতে ছিনতাইয়ের অভিযোগে ৩৩ জনের বিরুদ্ধে অভিযোগ

মকবুল হোসেন: আবারো অশান্ত হয়ে উঠেছে দুর্ঘম চরাঞ্চল চরদিগলদী ইউনিয়ন। ছিনতাইয়ের অভিযোগ দায়ের করেছে প্রতিপক্ষের ৩৩ জনের  বিরুদ্ধে।

অভিযুক্তরা হল ১ দেলোয়ার ২ মোঃ মোরশেদউল্লাহ ৩ মোঃ মাসুদ ৪ মোঃ খালিদ ৫ মোঃ মোসলেম ৬ মোঃ মাইনউদ্দিন ৭ মোঃ রাসেল ৮ মোঃ ইউনুস ৯ মোঃ রফিকুল ১০ কালা ভুইয়া ১১ মোঃ লতিফ ১২ মোঃ হাইসাব ১৩ আঃ রশিদ মুন্সি ১৪ মোঃ মোস্তফা ১৫ মোঃ সাগর ১৬ মোহাম্মদ মোস্তফা ১৭ মোঃ সাদেক ১৮ মোঃ আলম ১৯ মালম ২০ মোহাম্মদ আলী ২১ মোঃ গোলাপ ২২ মোঃ ইউসুফ ২৩ মোঃ ইকবাল ২৪ মোঃ সোগাগ ২৫ সিফর আলী ২৬ মোঃ কবির ২৭ জাকির ২৮ আক্তার ২৯ মমিন আলী ৩০ একরাম ৩১ রহমতুল্লাহ ৩২ আমির হামজা ৩৩ মোঃ ফিরিজ পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

অভিযোগে বলাহয় বিবাদী গন অভিযোগ কারি ইউনিয়ন পরিষদের সদস্য রহমতুল্লাহর ভাই আসাদের নিকট থেকে ২০ আগষ্ট চাঁদা দাবি করে।

পরে ২১ আগষ্ট সকাল ৯ টায় গরু কিনার জন্য মোকামে যাবার সময় চরদিগলদি বাজারে   সাথে থাকা একলক্ষ পচাত্তর হাজার টাকা নিয়ে যায় এবং মাইরের কাঠ দিয়ে পিটিয়ে মারাত্মক ভাবে জখম করে। অপর দিয়ে অপর পক্ষের নেতা ইকবাল হোসেন, বলেন এই ধরনের কোন ঘটনাই ঘটোনাই।

তারা দীর্ঘদিন এলাকা তে সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। জনগণ এখন সচেতন হয়েছে। তাই মিথ্যার আশ্রয় নিয়ে এলাকাকে অশান্ত করতে চাচ্ছে।

 

নরসিংদীর খবর বিভাগের জনপ্রিয় সংবাদ