নিজস্ব প্রতিনিধি: নরসিংদীর পলাশে সন্ত্রাস, জঙ্গীবাদ, মাদক, বাল্য ববাহসহ সামাজিক ব্যাধি প্রতিরোধে ধর্মীয় নেতাদের ভূমিকা শীর্ষক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
ডাংগা ইউনিয়ন পরিষদের উদ্যোগে বুধবার সকালে ডাংগা উচ্চ বিদ্যালয় হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়।
ডাংগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ডাংগা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সাবের উল হাই এর সভাপতিত্বে নরসিংদী-২ (পলাশ) আসনের সংসদ সদস্য ডা: আনোয়ারুল আশরাফ খান দিলীপ এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত খেবে আলাচনা করেন।
এসময় বিমেষ অতিথি হিসেবে আলোচনা করেন পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন, ডাংগা বাজার কমিটির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল, ডাংগা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসাদুজ্জামান সিদ্দিকি নয়ন, মসজিদের ইমাম মাওলানা আব্দুল কুদ্দুসসহ আরও অনেকে।
সভায় সন্ত্রাস, জঙ্গীবাদ, মাদক, বাল্য বিবাহসহ বিভিন্ন অপকর্মের বিরোদ্ধে ধর্মীয় নেতাদের আরও বেশী ভূমিকা রাখার উপড় গুরুত্বারোপ করা হয়। এসময় স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক ও ধর্মীয়নেতারা উপস্থিত ছিলেন।
জাগো নরসিংদী/রাসেল