নিজস্ব প্রতিনিধি: নরসিংদীর মনোহরদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে মাহিন মিয়া (১৫) নামে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। শুক্রবার (৩০ জুন) বিকেল ৩টার দিকে বড়চাপা ইউনিয়নের ভরাদিয়া মাঠে বজ্রপাতে তার মৃত্যু হয়।
নিহত মাহিন মিয়া উপজেলার বড়চাপা ইউনিয়নের ভয়াসন গ্রামের আব্দুল মালেকের ছেলে। সে কৃষ্ণপুর সরকারি টেক্সটাইল ইনস্টিটিউটের নবম শ্রেণির ছাত্র ছিল।
নিহতের স্বজনরা জানান, দুপুরে বৃষ্টির ফাঁকে মাহিন বাড়ির পাশে মাছ ধরতে গিয়েছিল। জাল ফেলার আগেই হঠাৎ বজ্রপাতে সে জমির আইলে লুটিয়ে পড়ে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদ উদ্দিন বলেন, 'মাছ ধরার সময় বজ্রপাতে মাহিনের মৃত্যু হয়েছে বলে শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।'