• নরসিংদী
  • বৃহস্পতিবার, ২৪ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ; ০৬ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  বৃহস্পতিবার, ২৪ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ;   ০৬ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
website logo

রায়পুরায় মা'র সাথে রাস্তা পারাপারের সময় অটোরিকশার ধাক্কায় শিশুর মৃত্যু


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: শুক্রবার, ১৮ আগষ্ট, ২০২৩ খ্রিস্টাব্দ, ০৪:২২ পিএম
রায়পুরায় মা'র সাথে রাস্তা পারাপারের সময় অটোরিকশার ধাক্কায় শিশুর মৃত্যু

স্টাফ রিপোর্টার : নরসিংদীর রায়পুরায় রাস্তা পারাপারের সময় অটোরিকশার ধাক্কায় সাড়ে পাঁচ বছর বয়সী রমজান মিয়া নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৮ আগস্ট) সকাল ১০টায় রায়পুরা পৌর শহরের রাজিউদ্দিন আহমেদ রাজু অডিটোরিয়ামের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রমজান রায়পুরা পৌর এলাকার মেথিকান্দা গ্রামের মামুন মিয়ার ছেলে।

নিহত শিশুর রমজানের মা ঝর্ণা বেগম জানায়, সকালে শিশু পুত্র রমজানকে সাথে নিয়ে তিনি শ্রীরামপুর রেলগেট এলাকায় যান সেখান থেকে বাড়ি ফেরার পথে রাজিদ্দিন আহমেদ রাজু অডিটোরিয়ামের সামনে এসে রাস্তা পারাপারে সময় তিনি পার হয়ে ওপর পাশে চলে গেলেও শিশু পুত্র রমজান এপারেই থেকে যায়।

পরে সে রাস্তা পার হওয়ার সময় একটা অটোরিকশা তাকে ধাক্কা দেয়। এ সে রাস্তা ছিটকে পড়ে মাথাসহ হাত ও পায়ে আঘাত পায়। পরে তাকে আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে রায়পুরা উপজেলা স্বস্থ‍্য কমপ্লেক্স পরে সেখান থেকে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে কর্তব‍্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেয়। পরে ঢাকা মেডিকেল নেওয়ার পথে দুপুর দেড়টার দিকে শিশু রমজান মারা যায়।

এব্যাপারে রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান এর সাথে যোগাযোগ করলে তিনি বিষয়টি অবগত নন বলে জানান।
 

নরসিংদীর খবর বিভাগের জনপ্রিয় সংবাদ