![website logo](https://www.jagonarsingdi24.com/webimages/logo.png)
নিজস্ব প্রতিনিধি : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ নরসিংদীর শিবপুর উপজেলা শাখার আয়োজনে আলোচনা সভা, দোয়া মাহফিল ও গণভোজের আয়োজন করা হয়েছে।
বুধবার ( ১৬ আগস্ট) বিকেলে উপজেলা মহিলা আওয়ামী লীগ প্রাঙ্গণে এ আয়োজন করা হয়। এতে উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ফেরদৌসী ইসলামের সভাপতিত্বে সাধারণ সম্পাদক শারমিন সুলতানার সঞ্চালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা আওয়ামী লীগের সভাপতি জিএম তালেব হোসেন।
অনুষ্ঠানের প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন নরসিংদী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও শিবপুর আসনের সাবেক সফল জনপ্রিয় সংসদ সদস্য জননেতা আলহাজ্ব সিরাজুল ইসলাম মোল্লা।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তাপসী রাবেয়া, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুহসিন নাজির, সাধারণ সম্পাদক শামসুল আলম ভূইয়া রাখিল,জেল আওয়ামীলীগের শ্রম বিষয়ক সম্পাদক শহিদুল আলম সরকার, উপ-প্রচার সম্পাদক সেলিম ভূইয়া, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক প্রফেসর আব্দুল খালেক, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি সুমি সরকার ফাতেমা, সাধারণ সম্পাদক ইয়ামিন সুলতানা, উপজেলা যুবলীগের সভাপতি মাহবুব আলম মোল্লা তাইজুল, সাধারণ সম্পাদক শেখ কামাল, কৃষক লীগের সভাপতি জামাল উদ্দিন, উপজেলা ছাত্রলীগের সভাপতি সোহেল রানা প্রমুখ।
এ সময় জেলা, উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে পঁচাত্তরের ১৫ আগস্ট বঙ্গবন্ধু ও তার পরিবারের নিহত সদস্যদের আত্মার শান্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।