স্টাফ রিপোর্টার: নরসিংদীর মনোহরদীর হাতিরদিয়া বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে ১০ টি দোকান ভষ্মিভুত হয়েছে। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ অর্ধ কোটি টাকা।
বুধবার (৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে হাতিরদিয়া বাজারের সাখাওয়াত হোসেন মার্কেটে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস ও ব্যবসায়ীরা জানায়, সকালে সাড়ে ৭টার দিকে বাজারের সাখাওয়াত হোসেনের মার্কেটের আবদুল লতিফের জুতার দোকানে আগুন দেখতে পায় স্থানীয়রা। পরে তা দ্রুত পাশ্ববর্তী দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। আগুন লাগার খবর ফায়ার সার্ভিসকে জানানো হলে মনোহরদী ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ২০ মিনিটের মধ্যে এ ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
পরে তাদের সাথে এসে যুক্ত হয় নরসিংদী ও শিবপুর ফায়ার সার্ভিসের আরো দুটি ইউনিট। ফায়ার সার্ভিসের মোট ৪ টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে প্রায় এক ঘন্টার চেষ্টা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
ততক্ষণে আগুনের লেলিহান শিখায় ১০ টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। আগুনে পুড়ে যাওয়া দোকানগুলোর মধ্যে সাখাওয়াত হোসেনের হার্ডওয়ারের দোকান, রনি ইসলাম, রিফাত, আমান উল্লাহ, আনাছ মিয়া, বাদশা মিয়া, আবদুল লতিফ এর জুতার দোকান আর একটি মুদির দোকান উল্লেখযোগ্য।
অগ্নিকান্ডের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ উদ্দিন, একদুয়ারিয়া ইউনিয়নের চেয়ারম্যান মোল্লা রফিকুল ইসলাম ফারুক।
এসময় তারা ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সাথে কথা বলেন।
মনোহরদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সাইফুল ইসলাম অগ্নিকান্ডের বিষয়টি নিশ্চিত করে বলেন, 'প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। জুতার দোকানে আগুনের সূত্রপাত হওয়ায় তা দ্রুত পাশ্ববর্তী দোকানগুলোতে ছড়িয়ে পড়ে।'
তিনি বলেন, 'আগুন লাগার দ্রুত সময়ের মধ্যে কাজ শুরু করায় ১০টি দোকানের প্রায় কোটির মালামাল আমরা সরিয়া আনতে পেরেছি। তবে অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।'
জাগো নরসিংদী/শহজু