![website logo](https://www.jagonarsingdi24.com/webimages/logo.png)
স্টাফ রিপোর্টার: নরসিংদীর বেলাবতে চাঁদা না দেওয়ায় সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের লোকজনদের উপর হত্যার হুমকি, বাড়িঘরে হামলাসহ নারী নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে।
সোমবার (২৪ জুলাই) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে অনুষ্ঠিত এক মানববন্ধন নারায়ণপুর ইউনিয়নের লক্ষীপুর মিস্ত্রীপাড়া হিন্দু সম্প্রদায়ের লোকজন এ অভিযোগ করেন।
মানববন্ধনে ভোক্তভোগীদের পক্ষে লিখিত অভিযোগ পত্রটি পাঠ করেন ওই গ্রামের গোপাল সূত্র ধরের ছেলে পল্টন সূত্র ধর।
অভিযোগে জানা যায়, লক্ষীপুর গ্রামের বিজয় সূত্রধর ও সুজন সূত্র ধরের সহযোগিতায় একই এলাকার আ. সালাম মিয়ার ছেলে রফিকুল ইসলাম ও রফিক মিয়ার দুই ছেলে রুবেল, জুয়েল, আনিসুর রহমানের ছেলে আলমাছ ও মিলন মিলার ছেলে মামুন'সহ ১৫-১৬ জনের একটি সন্ত্রাসীদল বিভিন্ন সময় হুমকি দিয়ে চাঁদা দাবি করে আসছিল।
চাঁদা দিতে অস্বীকৃতি জানালে সম্প্রতি প্রকাশ্যে হত্যার হুমকি প্রদান করে, বাড়িতে হামলা চালায় সন্ত্রাসীরা। এই সময় সন্ত্রাসীরা মহিলাসহ বাড়ি ঘরের লোকজনকে পিটিয়ে আহত করে। বিষয়টি স্থানীয় ইউপি চেয়ারম্যান কে অবগত করা হলে তিনি বিচারের আশ্বাস দেন।
পরবর্তীতে তিনি সালিশ দরবারের ব্যবস্থা করলে প্রতিপক্ষ সেখানে উপস্থিত হয়নি। এদিকে এলাকার মানুষ সন্ত্রাসীদের ভয়ে মুখ খুলতে নারাজ।
এতে মিস্ত্রীপাড়া লোকজন চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। এমত অবস্থায় এলাকার সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করে।
অভিযুক্ত রফিক মিয়া বলেন, আমার উপর আনিত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট, কতিপয় লোকদের টাকার বিনিময়ে এখানে এনে মানববন্ধন করিয়েছে। আমি সুষ্ঠু বিচার চাই।
নারায়নপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ কাউসার কাজল বলেন, বিষয়টি আমাকে অবগত করা হয়েছে। আমি উভয় পক্ষকে সুষ্ঠ বিচারের আশ্বাস দিয়েছি।
উপজোলা নির্বাহী কর্মকর্তা আয়শা জান্নাত তাহেরা বলেন, 'আমি অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।'