• নরসিংদী
  • রবিবার, ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ; ২২ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  রবিবার, ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ;   ২২ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
website logo

পলাশে দরিদ্র বিধবার ধান কেটে দিলো কৃষকলীগ


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: বৃহস্পতিবার, ০৪ মে, ২০২৩ খ্রিস্টাব্দ, ০৫:৫১ পিএম
পলাশে দরিদ্র বিধবার ধান কেটে দিলো কৃষকলীগ
ধান কাটছেন কৃষক লীগ

নিজস্ব প্রতিনিধি: বর্তমানে দেশে চলছে ধান কাটার মৌসুম। আর এবার আবহায়া অনুকুলে থাকায় সারাদেশে একযোগে ধান কাটার ধুম পরেছে। আর এজন্য দেশে ধান কাটার শ্রুমক সংকট দেখা দিয়েছে।

ফলে অনেক কৃষকই ধান কেটে ঘওে তুলতে বিপাকে পরেছেন। তঠিক সেই মুহুর্তে বাংলাদেশ কৃষকলীগের কেন্দ্রীয় কমিটির নির্দেশে নরসিংদী জেলা কৃষক লীগ জেলার বিভিন্ন এলাকায় বিনা পারিশ্রমিমে দান কাটার কর্মসূচী গ্রহন করেছেন।

এরই আলোকে নরসিংদীর পলাশে শ্রমিক সংকটের পারুলিয়া গ্রামের জাকির মিয়ার বিধবা স্ত্রী যখন ধান কাটা নিয়ে বিপাকে পরেছেন তখন তার জমির ধান কেটে দিয়েছে কৃষকলীগের নেতাকর্মীরা। 

জিনারদী ইউনিয়ন কৃষকলীগের আয়োজনে বুধবার (৩ মে) দিনব্যাপী নরসিংদী জেলা কৃষকলীগ, পলাশ উপজেলা কৃষকলীগ ও বিভিন্ন ইউনিয়নের কৃষকলীগের নেতাকর্মীরা জাকির মিয়ার বিধাব স্ত্রীর ধান কেটে মাড়াই করে বাড়িতে তুলে দেন।

কৃষকলীগের এমন উদ্যোগে খুশি স্থানীয়রা। 
এসময় নরসিংদী জেলা কৃষকলীগের সভাপতি আসাদুজ্জামান আসাদ, পলাশ উপজেলা কৃষকলীগের আহবায়ক আমিনুল হক, সাধারণ সম্পাদক আশিষ কুমার চন্দ, জিনারদী ইউনিয়ন কৃষকলীগের সভাপতি ফয়সাল প্রধান, সাধারণ সম্পাদক হারন গাজী, স্থানীয় ইউপি সদস্য কিরন আলী প্রধান, ডাংগা ইউনিয়ন কৃষকলীগ সভাপতি মো: সোহেল আরিফ, গজারিয়া ইউনিয়ন কৃষকলীগ সভাপতি মোখলেছুর রহমানসহ প্রায় অর্ধশতাধিক নেতাকর্শী ধান কাটায় অংশ নেন। 

কেন্দ্রীয় কৃষকলীগের নির্দেশে শ্রমিক সংকটের কারনে জেলার বিভিন্ন অঞ্চলে জেলা কৃষক লীগ ধান কাটার কর্মসূচী হাতে নিয়েছে বলে জানান নেতারা।

জাগোনরসিংদী/রাসেল 

নরসিংদীর খবর বিভাগের জনপ্রিয় সংবাদ