• নরসিংদী
  • সোমবার, ১৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ; ২৮ এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  সোমবার, ১৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ;   ২৮ এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
website logo

নরসিংদীর পাঁচদোনায় ইজিবাইকের ধাক্কায় শিশুর মৃত‍্যু


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: রবিবার, ২৫ ডিসেম্বর, ২০২২ খ্রিস্টাব্দ, ১০:০১ পিএম
নরসিংদীর পাঁচদোনায় ইজিবাইকের ধাক্কায় শিশুর মৃত‍্যু
ছবি সংগৃহীত

স্টাফ রিপোর্টার: নরসিংদীর পাঁচদোনা এলাকায় ইজিবাইকের ধাক্কায় তাফসির হোসেন নামে চার বছরের এক শিশু নিহত হয়েছে। রবিবার (২৫ ডিসেম্বর)  সকাল ১১ টার দিকে সদর উপজেলার পাঁচদোনা ইউনিয়নের নেহাব গ্রামের কালিয়াদি এলাকায় এই দুর্ঘটনা ঘটেছে।

নিহত শিশু তাফসির হোসেন নেহাব গ্রামের কালিয়াদি এলাকার মনজুর হোসেনের ছেলে।

নিহতের স্বজন ও স্থানীয়রা জানান, সকালে বাড়ি থেকে বের হয়ে সড়কে এক পাশ থেকে অপর পাশে পার হওয়ার সময় একটি চলন্ত ইজিবাইক তাফসিরকে ধাক্কা দেয়।

এসময় পরিবারের লোকজন তাকে উদ্ধার করে আহত অবস্থায় নরসিংদী সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক বিপাশা মাসুক শিশুটিকে মৃত ঘোষণা করেন। 

নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  (ওসি) আবুল কাশেম ভূঁইয়া ঘটনার  সত‍্যতা নিশ্চিত করে বলেন, 'পরিবারের অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই শিশুটির মরদেহ  হস্তান্তর করা হয় হয়েছে।'

জাগো নরসিংদী ২৪.কম/ শহোজু

নরসিংদীর খবর বিভাগের জনপ্রিয় সংবাদ