হলধর দাস: নরসিংদীতে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব এর ৯৩তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল আলোচনা সভা,দোয়া ও মিলাদ মাহফিল, বৃক্ষ রোপন এবং কর্মহীন মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ উল্লেখযোগ্য।
এ উপলক্ষে মঙ্গলবার(৮ আগস্ট) সকালে নরসিংদী জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নরসিংদী জেলা প্রশাসন, মহিলা বিষয়ক অধিদপ্তর নরসিংদী ও নরসিংদী জেলা জাতীয় মহিলা সংস্থা আয়োজিত এ আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন নরসিংদীর জেলা প্রশাসক আবু নইম মোহাম্মদ মারুফ খান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নরসিংদীর পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম, নরসিংদীর সিভিল সার্জন ডা. মোঃ নুরুল ইসলাম, সেক্টর কমান্ডার ফোরাম ৭১ নরসিংদী'র সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবদুল মোতালিব পাঠান, নরসিংদী সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আলী, প্রফেসর গোলাম মোস্তাফা মিয়া, জাতীয় মহিলা সংস্থা নরসিংদীর চেয়ারম্যান তাহমিনা আক্তার লাইলী। স্বাগত বক্তব্য রাখেন মহিলা বিষয়ক অধিদপ্তর নরসিংদীর উপ পরিচালক সেলিনা আক্তার। এসময় উপস্থিত ছিলেন নরসিংদীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: মোস্তফা মনোয়ার, স্থানীয় সরকার বিভাগের নরসিংদীস্থ উপ-পরিচালক মৌসুমী আক্তার রাখি।
প্রধান অতিথি নরসিংদীর জেলা প্রশাসক আবু নইম মোহাম্মদ মারুফ খান বলেন, বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা ১৯৩০ সালে এইদিনে গোপাল গঞ্জ মুহকমার টুঙ্গীপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। তার ডাকনাম ছিল রেনু। তিনি একজন আদর্শ নারী, আদর্শ স্ত্রী ও আদর্শ মা ছিলেন। বাঙ্গালী জাতির স্বাধিকার আন্দোলন ও মুক্তি সংগ্রামের নেপত্যের কারিগর হিসেবে প্রতিটি পদক্ষেপে ফজিলাতুন নেছা মুজিব বঙ্গবন্ধুকে সক্রিয় সহযোগিতা করেছেন। ৭ই মার্চ-এর ভাষণের নেপথ্যেও ছিলেন তিনি। বঙ্গবন্ধুর সকল প্রেরণার উৎস ছিলেন বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব।
আলোচনা শেষে বঙ্গবন্ধু ও বঙ্গমাতাসহ ১৯৭৫ এর ১৫ আগস্ট শাহাদাত বরণকারী সকলের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়।
শেষে ৮জন কর্মহীন মহিলা'র মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়।
এছাড়া নরসিংদীতে বিভক্ত আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন সমূহ পৃথক পৃথক কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদযাপন করে।
বেগম ফজিলাতুন্নেছা মুজিবের ৯৩ তম জন্মদিন উপলক্ষে জেলা ও শহর আওয়ামী লীগসহ সকল সহযোগী সংগঠনের এক গ্রুপের উদ্যোগে নরসিংদী সদর উপজেলা মিলনায়তনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন নরসিংদী সদর আসনের মাননীয় সংসদ সদস্য জননেতা মোহাম্মদ নজরুল ইসলাম হিরো বীর প্রতীক।
প্রধান বক্তা ছিলেন নরসিংদী জেলা পরিষদের নির্বাচিত চেয়ারম্যান মোঃ মনির হোসেন ভূঁইয়া।
সদর উপজেলা পরিষদের নির্বাচিত চেয়ারম্যান
আফতাব উদ্দিন ভূঁইয়ার সভাপতিত্বে এবং শহর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দীপক সাহার সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
নেতৃবৃন্দ শেখ মুজিবুর রহমান থেকে জাতির পিতা হয়ে ওঠার পেছনে সংকটে সংগ্রামে অন্যতম কারিগর হিসেবে রত্নগর্ভা মহিয়ষী নারী বেগম ফজিলাতুন নেছা মুজিব এঁর অবদানের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন।
পরে, ১৫ আগস্ট শাহাদাত বরণকারী সকলের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়।
অপরদিকে, নরসিংদীতে বিভক্ত আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন সমূহের অপর গ্রুপ বঙ্গ মাতা ফজিলাতুন নেছা মুজিব এর শুভ জন্ম দিনে গভীর শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করে বিভিন্ন কর্মসূচি পালন করে।
নরসিংদী শহর আওয়ামীলীগ,জেলা মহিলা আওয়ামীলীগ ও সকল সহযোগী সংগঠন
নরসিংদী পৌরসভা মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করে। এতে প্রধান ও বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে জেলা আওয়ামীলীগের সভাপতি জি এম তালেব হোসেন, সাধারণ সম্পাদক পীরজাদা মোহাম্মদ আলী, নরসিংদী শহর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব কামরুজ্জামান কামরুল ও শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পৌর মেয়র আমজাদ হোসেন বাচ্চু।
আলোচনা শেষে,১৫ আগস্ট শাহাদাত বরণকারী সকলের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়।
শেষে, বঙ্গ মাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব এর ৯৩ তম জন্ম দিন উপলক্ষ্যে বৃক্ষ রোপন অভিযান ২০২৩ এর অংশ হিসেবে নরসিংদী পৌরসভা কর্তৃক পৌর ঈদগাহে ১০০ গাছ লাগানো হয়।