স্টাফ রিপোর্টার: নরসিংদীর বেলাবতে যুব শ্রবণদৃষ্টি প্রতিবন্ধী ব্যাক্তিদের আঞ্চলিক নেটওয়ার্ক ও উপজেলা পর্যায়ে এডভোকেসি সভা ও বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে।
বুধবার (৯ আগষ্ট ) বিকেলে উপজেলা সভাকক্ষে উক্ত সভা ও উকরণ বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
ন্যাশনাল রিসোর্স সেন্টার অন ডেফব্রাইন্ডনেস(এনআরসিডিবি) সিডিডি ও পাপড়ি এর আয়োজনে গোয়াক এর অর্থায়নে সভা ও উপকরণ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আর আর সি ম্যানেজার, (পাপড়ি)নাজিম উদ্দিন খান এর সঞ্চালনায়, উপজেলা নির্বাহী কর্মকর্তা আয়েশা জান্নাত তাহেরা এর সভাপতিত্বে
,উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলাব উপজেলা পরিষদের চেয়ারম্যান শমসের জামান ভূঁইয়া রিটন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নির্বাহী পরিচালক, (পাপড়ি)আবু বাছেদ, এ ছাড়াও উপস্থিত ছিলেন, ডেভেলপমেন্ট ম্যানেজার(সিডিডি) সাজ্জাদ কবির, এডভোকেসী অফিসার (সিডিডি) ইসরাত জাহান রুপা, বেলাব ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী সাফি,উপজেলা সমাজসেবা অফিসার অনিক রায়, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ইউসুফ ভূইয়া, সহকারী শিক্ষা অফিসার ওমর ফারুক, শ্রবণদৃষ্টি প্রতিবন্ধী ব্যাক্তি ও তাদের অভিভাবক সহ আরো অনেকে উপস্থিত ছিলেন। উক্ত অনুষ্ঠানে সার্ভিক সহযোগিতায় ছিলেন আফরিনা আক্তার।