• নরসিংদী
  • শনিবার, ১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ; ১৫ মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  শনিবার, ১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ;   ১৫ মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
website logo

মাধবদীতে রানা করা খাবার খাওয়ালো মানবতার হোটেল


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: সোমবার, ১২ জুন, ২০২৩ খ্রিস্টাব্দ, ০৭:১৭ পিএম
মাধবদীতে রানা করা খাবার খাওয়ালো মানবতার হোটেল

মকবুল হোসেন: নরসিংদীর শেখেরচর যুব নগর মাঠে মাধবদী সেচ্ছাসেবী সংগঠন ফোরামের পরিচালনায় প্রতি মাসের ন্যায় এই মাসেও এক বেলা রান্না করা খাবার খাওয়ালো মানবতার হোটেল।

আজ ১২ ম জুন দুপুর ১টায় মাধবদীর শেখেরচর যুবনগরে অসহায়, গরীব, পথচারীসহ সকলকে এক বেলা খাবার খাইয়েছে সেচ্ছাসেবী সংগঠনটি।

প্রাথমিকভাবে প্রতি মাসে ১দিন অথবা ২ দিন বিনামূল্যে খাদ্য বিতরণ করবে সংগঠনটি।

আয়োজনের ৭ তম দিনও বিপুল সংখ্যক মানুষকে খাবার খাওয়ানো হয়। পর্যায়ক্রমে মাধবদী থানার বিভিন্ন এলাকায়  মানবতার হোটেলের কার্যক্রম পরিচালনা করবে বলে জানিয়েছেন উদ্যোক্তাগণ। 

মানবতার হোটেলের এবারের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব হাবিবুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাধবদী সেচ্ছাসেবী সংগঠনের সভাপতি আলহাজ্ব মোহাম্মদ আল আমিন রহমান।

মানবতার হোটেলের একবেলা খাবার খাওয়ানোর অনুষ্ঠানে উদ্বোধন করেন শিল্পপতি আলহাজ্ব গিয়াসউদ্দিন , বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসময় আরো উপস্থিত ছিলেন ,বিশিষ্ট কবি সাহিত্যিক সাপ্তাহিক খোরাক পত্রিকার  সম্পাদক এমদাদুল ইসলাম খোকন, মাধবদী সেচ্ছাসেবী সংগঠন ফোরামের অর্থ সম্পাদক মোহাম্মদ আনোয়ার হোসেন মোল্লা, এম এ কাইয়ুম , সুমাইয়া শিমু, রেজাউল করিম রাফি প্রমুখ।

জাগোনরসিংদী/প্রতিনিধি 

 

নরসিংদীর খবর বিভাগের জনপ্রিয় সংবাদ